পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Namaz Row: উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে নমাজ পড়ায় এআইএমআইএম নেত্রীর বিরুদ্ধে মামলা রুজু - উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে নমাজ পড়ায়

বিধানসভা চত্বরে নমাজ পড়ার ছবি পোস্ট অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন নেত্রী উজমা পারভীনের (AIMIM leader Uzma Parveen) ৷ এরপরেই "সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার" (disturbing communal harmony) জন্য বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরপ্রদেশ পুলিশের ।

AIMIM leader Uzma Parveen booked
উজমা পারভীন

By

Published : Mar 30, 2023, 12:01 PM IST

লখনউ, 30 মার্চ: বিধানসভা চত্বরে নমাজ পড়ায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন নেত্রী উজমা পারভিনের (All India Majlis-e-Ittehadul Muslimeen leader Uzma Parveen) বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ৷ জানা গিয়েছে, তিনি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিধানসভা চত্বরে নমাজ পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন ৷ বুধবার পারভীনের বিরুদ্ধে "সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার" জন্য 153এ-সহ ছয়টি ধারার অধীনে একাধিক মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন হুসেনগঞ্জের ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার (Hussainganj Inspector Jitendra Kumar) ।

লখনউয়ের ডিসিপি (মধ্য) অপর্ণা রজত কৌশিক (DCP Madhya Aparna Rajat Kaushik) জানান, এআইএমআইএম নেত্রী উজমা পারভীন মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নমাজের একটি ছবি পোস্ট করেছিলেন ৷ যা ভাইরাল হয়ে যায় । পুলিশের নজেরে বিষয়টি আসে । পরবর্তীতে তদন্তের সময় দেখা গিয়েছে, 27 মার্চ উজমা বিকাল 3:25 টার দিকে বিধানসভার অধিবেশনে পৌঁছেছিলেন ৷ কিন্তু তখন নমাজের সময় ছিল না । ডিসিপি বলেন, "তিনি পশ্চিমের পরিবর্তে পূর্ব দিকে বসেছিলেন এবং ছবি তোলার পরেই চলে যান । সমস্ত তথ্য থেকে এটা পরিষ্কার যে উজমা ইচ্ছাকৃতভাবে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছিলেন। তাই হুসেনগঞ্জ থানায় উজমা পারভীনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ।"

বিধানসভা চত্বরে নমাজ পড়ায় মামলা রুজু এআইএমআইএম নেত্রীর বিরুদ্ধে

প্রসঙ্গত, মঙ্গলবার উজমা পারভীন উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে তাঁর নমাজ পড়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ছবির ক্যাপশন তিনি হিন্দিতে লিখেছেন । তার বাংলা তরজমা করলে দাঁড়ায়, "আলহামদুলিল্লাহ, লখনউ বিধানসভার সামনে নমাজ পড়লাম । কেউ যদি আমাদের নমাজ নিষিদ্ধ করে তাহলে আমরা আমরা দেশের প্রতিটি প্রান্তে গিয়ে এভাবেই নমাজ পড়ে দেখাব । আমাদের দেশ স্বাধীন ৷ তাই আমাদের স্বাধীনভাবে নমাজ পড়ার অধিকার রয়েছে ৷" তবে বিধানসভা চত্বরে নমাজ পড়ে আপাতত শিরোনামে পারভিন। তাঁর বিরুদ্ধে কী কী ধরনের ব্যবস্থা হয় সেটাই দেখার ।

আরও পড়ুন:টি রাজার গ্রেফতারির পর শুক্রবারে শান্তিপূর্ণ নমাজ পাঠের বার্তা ওয়েইসির

ABOUT THE AUTHOR

...view details