লখনউ, 30 মার্চ: বিধানসভা চত্বরে নমাজ পড়ায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন নেত্রী উজমা পারভিনের (All India Majlis-e-Ittehadul Muslimeen leader Uzma Parveen) বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ৷ জানা গিয়েছে, তিনি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিধানসভা চত্বরে নমাজ পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন ৷ বুধবার পারভীনের বিরুদ্ধে "সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার" জন্য 153এ-সহ ছয়টি ধারার অধীনে একাধিক মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন হুসেনগঞ্জের ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার (Hussainganj Inspector Jitendra Kumar) ।
লখনউয়ের ডিসিপি (মধ্য) অপর্ণা রজত কৌশিক (DCP Madhya Aparna Rajat Kaushik) জানান, এআইএমআইএম নেত্রী উজমা পারভীন মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নমাজের একটি ছবি পোস্ট করেছিলেন ৷ যা ভাইরাল হয়ে যায় । পুলিশের নজেরে বিষয়টি আসে । পরবর্তীতে তদন্তের সময় দেখা গিয়েছে, 27 মার্চ উজমা বিকাল 3:25 টার দিকে বিধানসভার অধিবেশনে পৌঁছেছিলেন ৷ কিন্তু তখন নমাজের সময় ছিল না । ডিসিপি বলেন, "তিনি পশ্চিমের পরিবর্তে পূর্ব দিকে বসেছিলেন এবং ছবি তোলার পরেই চলে যান । সমস্ত তথ্য থেকে এটা পরিষ্কার যে উজমা ইচ্ছাকৃতভাবে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছিলেন। তাই হুসেনগঞ্জ থানায় উজমা পারভীনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে ।"