নৈনিতাল, 14 জানুয়ারি: জোশীমঠের মতো বিপর্যয় নেমে আসার সম্ভাবনা নৈনিতালেও ৷ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট (Union Minister of State for Defense Ajay Bhatt ) ৷ শুক্রবার তিনি নৈনিতাল সফরে যান ৷ সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এই আশঙ্কার কথা জানান ৷ কিন্তু তিনি এটাও আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় সরকার নৈনিতালে ভূমিধস প্রতিরোধে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে ৷ নৈনিতাল শহরের বেশ কিছু এলাকায় ইতিমধ্যে জমিতে ফাটল দেখা দিয়েছে ৷ সে বিষয়েও গভীর মনোযোগ দিচ্ছে কেন্দ্র বলে অজয় ভাট জানান ।
নৈনিতালের পরিস্থিতি পর্যালোচনা:কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নৈনিতালে গিয়ে শহরের সংবেদনশীল এবং অতি সংবেদনশীল এলাকায় ভূমিধসের বিষয়ে জেলার সমস্ত বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন (review meeting) । গত কয়েক বছর ধরে নৈনিতালের লোয়ার মল রোডে ফাটলগুলি (cracks in Nainital mall road) দেখা দিয়েছে । সেটিকে তিনি উদ্বেগজনক সমস্যা হিসাবে তুলে ধরেন ৷ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেনও তিনি । আধিকারিকদের ভূমিধস-কবলিত এলাকার স্থায়ী সমাধানের বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ।
ভূমিধস আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: অজয় ভাট ঐতিহাসিক বেড স্ট্যান্ডকে ফাটল ধরার থেকে রক্ষার কথা বলেন ৷ বৈঠকের সময় তিনি বিভাগীয় আধিকারিকদের এলাকা পরিদর্শন করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এমনকী কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, মোদি সরকার জোশীমঠের ভূমিধসের কবলে পড়া এলাকায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ৷ এর থেকে ভূমিধসের কারণগুলি অনুমান করা যাবে বলে তিনি জানান ৷ এর ফলে নৈনিতালে যদি একইরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে মোকাবিলা করতে সুবিধা হবে বলে তাঁর মত ।