কোহিমা, 5 ডিসেম্বর: নাগাল্যান্ডের (Nagaland incident) ওটিঙে জঙ্গি দমন অভিযানে ভুলবশত সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর ভাবে দুঃখ প্রকাশ করল সেনাবাহিনী (Army on Nagaland Civilian Deaths)৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের (Highest Level investigation on Nagaland) আশ্বাস দিয়েছে তারা ৷
মায়ানমার সীমান্তের মন জেলায় নাগা দল এনএসসিএন(কে) ও আলফা জঙ্গিদের ঘাঁটি ৷ সামনেই রাজ্যের অন্যতম উৎসব হর্নবিল (Hornbill festival) উদযাপিত হতে চলেছে ৷ সেই উৎসবে যোগ দিতে ইতিমধ্যে ওই এলাকায় উপস্থিত হয়েছেন বহু কূটনীতিক ৷ এরই মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত ও অনভিপ্রেত ঘটনা ৷ এর প্রতিবাদে গ্রামের কোন্য়াক সম্প্রদায় উৎসব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ৷
সূত্রের মারফৎ জানা গিয়েছে, মনের তিরু ও ওটিং বস্তি এলাকার মাঝে জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহ করে শনিবার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ তবে জঙ্গি ভেবে ভুল করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় বেশ কয়েকজন গ্রামবাসীকে (Nagaland Civilian Deaths)৷ এখনও পর্যন্ত কমপক্ষে 13 জন গ্রামবাসীর মৃত্যুর খবর মিলেছে ৷ এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ জনতার বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তারক্ষীরা ফের গুলি চালান ৷ তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয় ৷ নিরাপত্তারক্ষীদের গাড়িতে আগুন লাগিয়ে দেন ক্ষুব্ধ জনতা ৷ এই ঘটনায় অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয়েছে ৷ হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন:Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে সেনাবাহিনী (Army Regrets over Nagaland deaths)৷ তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, "এই ঘটনা ও তার জেরে পরবর্তী ঘটনা গভীর ভাবে দুঃখজনক ৷ দুর্ভাগ্যজনক ভাবে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তার উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে ৷ আইন অনুসারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে ৷"
নিরাপত্তা রক্ষীরাও আক্রান্ত হয়েছেন বলে জানিয়ে বাহিনীর তরফে জানানো হয়, "এই ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন ৷ একজন জখম জওয়ানের মৃত্যুও হয়েছে ৷"
অসম রাইফেলসের (Assam Rifles on Nagaland incident) দাবি, মনের তিরুতে জঙ্গি কার্যকলাপের সম্ভাবনার খবর আসে বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্রে ৷ তারই ভিত্তিতে তিরুতে অভিযান চালানোর পরিকল্পনা করা হয় ৷ প্রাণহানির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অসম রাইফেলসের আধিকারিকরা ৷
আরও পড়ুন:নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ আরও 6 মাস বাড়াল কেন্দ্র
জঙ্গি ভেবে সাধারণ নাগরিকদের গুলি করে হত্যার ঘটনার নিন্দা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Nagaland Chief Minister Neiphiu Rio)৷ স্থানীয়দের শান্ত থাকার আর্জি জানিয়ে তিনি টুইটে লেখেন, "মনের ওটিঙে সাধারণ নাগরিকদের হত্যার দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে এবং ভূখণ্ডের আইন মেনে সুবিচার হবে ৷ সব পক্ষকে শান্ত থাকার আবেদন জানাচ্ছি ৷"