পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Slams Congress: নাগাল্যান্ডের কথা কখনও ভাবেননি দিল্লির কংগ্রেস নেতারা, অভিযোগ মোদির - নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন

আগামী 27 ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন ৷ তাই শুক্রবার ওই দুই রাজ্যে নির্বাচনী প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নাগাল্যান্ড থেকে তিনি কংগ্রেসের সমালোচনায় সরব হন (PM Modi Slams Congress) ৷

PM Modi Slams Congress
PM Modi Slams Congress

By

Published : Feb 24, 2023, 2:49 PM IST

ডিমাপুর (নাগাল্যান্ড), 24 ফেব্রুয়ারি: নাগাল্যান্ডের (Nagaland) কথা কখনও ভাবেননি দিল্লির কংগ্রেস (Congress) নেতারা ৷ শুক্রবার এই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ এদিন তিনি নাগাল্যান্ডে নির্বাচনী প্রচারে যান ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর আরও অভিযোগ, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে স্থিতিশীল পরিস্থিতি ও সমৃদ্ধির দিকে কংগ্রেস কখনও নজর দেয়নি ৷

আগামী 27 ফেব্রুয়ারি নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন (Nagaland Assembly Elections 2023) ৷ আগামিকাল, শনিবার প্রচারের শেষদিন ৷ তার ঠিক আগেরদিনই ডিমাপুরে হাজির হন প্রধানমন্ত্রী ৷ অংশ নেন নির্বাচনী প্রচারে (Pm Modi rally in Dimapur) ৷ প্রসঙ্গত, নাগাল্যান্ড বিধানসভায় আসন সংখ্যা 60 ৷ 2018 সাল থেকে সেখানে ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সরকার হয়েছে ৷ সেই সরকারে জোট সঙ্গী বিজেপি (BJP) ৷ বিজেপির বিধায়ক সংখ্যা 13 ৷ ফলে এবার ক্ষমতায় ফেরার লড়াইয়ে রয়েছে গেরুয়া শিবির ৷

তাছাড়া ওই রাজ্যে আগে কংগ্রেসের সংগঠন শক্তিশালী ছিল ৷ কিন্তু এখন পরিস্থিতি একেবারে ভিন্ন ৷ কংগ্রেস এবারও নির্বাচনে ভালো ফল করতে মরিয়া ৷ স্বাভাবিকভাবে তাই প্রধানমন্ত্রীর বক্তৃতায় বারবার ঘুরে ফিরে এসেছে কংগ্রেসের প্রসঙ্গ ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস সবসময় দিল্লি থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নাগাল্যান্ড সরকার চালাত । দিল্লি থেকে ডিমাপুর পর্যন্ত কংগ্রেস পরিবারতন্ত্রের রাজনীতি করেছে ।’’

একই সঙ্গে প্রধানমন্ত্রী বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিনামূল্যে রেশন থেকে একাধিক প্রকল্পের উদাহরণ দেন ৷ বিশেষ করে নাগাল্যান্ডের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে, সেই নিয়েই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘আমরা কংগ্রেসের মতো উত্তর-পূর্বের 8টি রাজ্যকে এটিএম হিসাবে ব্যবহার করি না । আমাদের কাছে উত্তর-পূর্বের 8টি রাজ্য 'অষ্ট লক্ষ্মী'র মতো ।’’ তাঁর আরও দাবি, ‘‘বিজেপির প্রতি নাগাল্যান্ডের মানুষের আস্থা বাড়ছে ।’’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘কোহিমাকে রেললাইনের সঙ্গে যুক্ত করার কাজ চলছে । রেলওয়ের সঙ্গে যোগাযোগের পর কোহিমায় বসবাস সহজ হবে । এখানকার ব্যবসায়িক বৃদ্ধি হবে ৷ পর্যটন, প্রযুক্তি, খেলাধুলো-সহ সবক্ষেত্রেই ভারত সরকার নাগাল্যান্ডের যুবকদের সাহায্য করছে ।’’ তিনি ভোটে হিংসার প্রসঙ্গও তোলেন ৷ ত্রিপুরার উদাহরণ দিয়ে জানান, সেখানে বিজেপির সরকার আছে বলেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ৷

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হয়েছে গত 16 ফেব্রুয়ারি ৷ 27 ফেব্রুয়ারি নাগাল্যান্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের আরও একটি রাজ্য মেঘালয়ে ভোট হবে ৷ এদিন সেখানেও প্রচারে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর ৷ এই রাজ্যগুলিতে নির্বাচনের ফল বের হবে আগামী 2 মার্চ ৷

আরও পড়ুন:উত্তর-পূর্বের নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, তেইশে ত্রিপুরা কার দখলে ?

ABOUT THE AUTHOR

...view details