নয়াদিল্লি, 14 জুন : বিজেপির বিভিন্ন রাজ্য শাখার সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ 21 জুন থেকে 30 জুন পর্যন্ত এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে ৷ আসন্ন বিধানসভা নির্বাচনগুলি নিয়েই বৈঠকে আলোচনা হবে ৷ এছাড়াও বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে ৷
সোমবার জেপি নাড্ডা বিজেপির সমস্ত রাজ্য সভাপতিদের উদ্দেশ্যে চিঠি লিখে, এই বৈঠকে উপস্থিত থাকার কথা বলেন ৷ রাজ্য সভাপতিদের উদ্দেশ্যে কিছু নির্দেশ দেওয়া হয় সর্বভারতীয় সভাপতির পক্ষ থেকে ৷ বৈঠকে অনুষ্ঠানের শুরুর এবং শেষ পর্যায়ের সেশন নিয়ে আলোচনা, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন পরিকল্পনা, সেবাই সংগঠন এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার নির্দেশ দেন নাড্ডা ৷