নয়াদিল্লি, 18 জুন :করোনার (Covid-19) সংক্রমণ যাতে ভারতে না কমে, তাই বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত করছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ এদিন তিনি দলের সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ সেই কারণে দলের সাংসদদের কাছে তাঁর আর্জি, বিরোধীদের এই চক্রান্ত মানুষের সামনে তুলে ধরতে হবে ৷
একই সঙ্গে তিনি ভারতে করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের প্রশাংসায় পঞ্চমুখ হন ৷ তাঁর দাবি, করোনা ঠেকাতে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নিচ্ছে, তা বানচাল করার চেষ্টা করে যাচ্ছে বিরোধীরা ৷ নাড্ডার কথায়, ‘‘কখনও প্রশ্ন তোলা হচ্ছে কেন লকডাউন ? আবার প্রশ্ন তোলা হচ্ছে যে কেন লকডাউন (Lockdown) করা হচ্ছে না ?’’
এদিন তিনি দেশের টিকাকরণ নীতি নিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের একহাত নিয়েছেন ৷ বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বললেন যে তাঁরা নিজেরা ভ্যাকসিন কিনতে চান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বিকেন্দ্রীকরণ করল ৷ তার পর এটাকে আবার কেন্দ্রের আওতায় আনা হল রাজ্যগুলির ব্যর্থতার পর ৷’’
আরও পড়ুন :ত্রিপুরায় 92 শতাংশ সাংবাদিকের ভ্যাকসিনেশন করাল আগরতলা প্রেস ক্লাব