পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Assembly Election Results 2022 : গেরুয়া ঝড়ে 'হাত' গোটাচ্ছে মণিপুরও, বিরাট জয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের - N Biren Singh wins as BJP possibly to form government in Manipur once again

উত্তরাখণ্ড, গোয়ার পাশাপাশি মণিপুরেও কংগ্রেসকে একপ্রকার উড়িয়ে দিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির (BJP possibly to form government in Manipur once again) ৷

Assembly Election Results 2022
গেরুয়া ঝড়ে 'হাত' গোটাচ্ছে মণিপুরও, বিরাট জয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

By

Published : Mar 10, 2022, 1:41 PM IST

Updated : Mar 10, 2022, 7:49 PM IST

ইম্ফল, 10 মার্চ : ঘোড়া কেনাবেচায় গেরুয়া শিবিরের সঙ্গে টেক্কা দিতে না-পেরে গতবার হাতছাড়া হয়েছিল গোয়া, মণিপুর ৷ অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ফলপ্রকাশের আগেই তাই ঘোড়া কেনাবেচায় রাশ টানতে উদ্যোগী হয়েছিল জাতীয় কংগ্রেস ৷ ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেওকে কংগ্রেসের তরফে মণিপুরে পাঠানো হয়েছিল বিষয়টি তদারকি করতে ৷ আত্মবিশ্বাসী কংগ্রেস ভেবেছিল অর্থের বিনিময়ে বিজেপির দল ভাঙিয়ে বিধায়ক কেনা রুখতে পারলে মণিপুরে ফের মসনদ ফিরে পেতে পারে তারা ৷

কিন্তু সকাল থেকে ভোট গণনা যত এগোতে থাকল ততই ফিকে হতে শুরু করল সেই সম্ভাবনা ৷ উত্তরাখণ্ড, গোয়ার পাশাপাশি মণিপুরেও কংগ্রেসকে একপ্রকার উড়িয়ে দিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির (BJP possibly to form government in Manipur once again) ৷ 60টি আসনের মধ্যে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আপাতত 25টি আসনে এগিয়ে বিজেপি ৷ 11টিতে লিড করছে কংগ্রেস ৷

আঞ্চলিক দল হিসেবে এনপিপি 10টি এবং জেডিইউ মণিপুরে এগিয়ে রয়েছে 3টি আসনে ৷ গত 2017 নির্বাচনে 21 টি আসনে জিতেও এই আঞ্চলিক দলগুলোর সমর্থনে সরকার গড়েছিল বিজেপি ৷ 28টিতে জিতেও সরকার গড়া থেকে বিরত থাকতে হয়েছিল কংগ্রেসকে ৷ কিন্তু এবারের গণনার যা প্রাথমিক আভাস, তাতে কয়েকটি এজেন্সির বুথ ফেরত সমীক্ষায় মান্যতা দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি ৷

গেরুয়া ঝড়ে 'হাত' গোটাচ্ছে মণিপুরও, বিরাট জয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের

আরও পড়ুন : গোয়ায় ফল প্রকাশের আগেই রাজ্যপালের সঙ্গে বৈঠকের আর্জি কংগ্রেসের

সেক্ষেত্রে গতবারের মত ঘোড়া কেনাবেচার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না তাদের ৷ উল্টোদিকে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবিরে শুধুই হতাশা ৷ পাঁচটির মধ্যে একাধিক রাজ্যে কংগ্রেস হাইকমান্ড সরকার গড়ার স্বপ্ন দেখলেও তা স্বপ্নই রয়ে যেতে চলেছে ৷ মণিপুর-সহ সবক'টিতেই ভরাডুবি তাদের ৷ হেইংগাং থেকে ইতিমধ্যেই 18 হাজারেরও বেশি ভোটে জিতে গিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh wins from Heingang) ৷

Last Updated : Mar 10, 2022, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details