ইম্ফল, 10 মার্চ : ঘোড়া কেনাবেচায় গেরুয়া শিবিরের সঙ্গে টেক্কা দিতে না-পেরে গতবার হাতছাড়া হয়েছিল গোয়া, মণিপুর ৷ অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ফলপ্রকাশের আগেই তাই ঘোড়া কেনাবেচায় রাশ টানতে উদ্যোগী হয়েছিল জাতীয় কংগ্রেস ৷ ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেওকে কংগ্রেসের তরফে মণিপুরে পাঠানো হয়েছিল বিষয়টি তদারকি করতে ৷ আত্মবিশ্বাসী কংগ্রেস ভেবেছিল অর্থের বিনিময়ে বিজেপির দল ভাঙিয়ে বিধায়ক কেনা রুখতে পারলে মণিপুরে ফের মসনদ ফিরে পেতে পারে তারা ৷
কিন্তু সকাল থেকে ভোট গণনা যত এগোতে থাকল ততই ফিকে হতে শুরু করল সেই সম্ভাবনা ৷ উত্তরাখণ্ড, গোয়ার পাশাপাশি মণিপুরেও কংগ্রেসকে একপ্রকার উড়িয়ে দিয়ে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির (BJP possibly to form government in Manipur once again) ৷ 60টি আসনের মধ্যে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আপাতত 25টি আসনে এগিয়ে বিজেপি ৷ 11টিতে লিড করছে কংগ্রেস ৷
আঞ্চলিক দল হিসেবে এনপিপি 10টি এবং জেডিইউ মণিপুরে এগিয়ে রয়েছে 3টি আসনে ৷ গত 2017 নির্বাচনে 21 টি আসনে জিতেও এই আঞ্চলিক দলগুলোর সমর্থনে সরকার গড়েছিল বিজেপি ৷ 28টিতে জিতেও সরকার গড়া থেকে বিরত থাকতে হয়েছিল কংগ্রেসকে ৷ কিন্তু এবারের গণনার যা প্রাথমিক আভাস, তাতে কয়েকটি এজেন্সির বুথ ফেরত সমীক্ষায় মান্যতা দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি ৷
গেরুয়া ঝড়ে 'হাত' গোটাচ্ছে মণিপুরও, বিরাট জয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের আরও পড়ুন : গোয়ায় ফল প্রকাশের আগেই রাজ্যপালের সঙ্গে বৈঠকের আর্জি কংগ্রেসের
সেক্ষেত্রে গতবারের মত ঘোড়া কেনাবেচার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না তাদের ৷ উল্টোদিকে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবিরে শুধুই হতাশা ৷ পাঁচটির মধ্যে একাধিক রাজ্যে কংগ্রেস হাইকমান্ড সরকার গড়ার স্বপ্ন দেখলেও তা স্বপ্নই রয়ে যেতে চলেছে ৷ মণিপুর-সহ সবক'টিতেই ভরাডুবি তাদের ৷ হেইংগাং থেকে ইতিমধ্যেই 18 হাজারেরও বেশি ভোটে জিতে গিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh wins from Heingang) ৷