হলদ্বানী (উত্তরাখণ্ড), 17 নভেম্বর: গত 8 দিনে 20 বার । আগুন লেগেছে বাড়ির বিভিন্ন জায়গায় । পুড়ে গিয়েছে জামাকাপড়, ইলেকট্রিক চালিত যন্ত্র । কিন্তু আগুন কীভাবে লাগছে তাই বুঝে উঠতে পারছেন না উমেশ পাণ্ডে । কেউ ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দিচ্ছে নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়েই এখন ধন্দ্বে পাণ্ডে পরিবার (Mysterious Fire) । ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হলদ্বানী জেলায় (Fire in Haldwani) ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত চন্দ্রগ্রহণের (Lunar Eclipse) দিন । 8 নভেম্বর চন্দ্রগ্রহণ এবং ভূমিকম্পের পর বিদ্যুৎ বোর্ডে আগুন লেগে যায় । বিদ্যুৎ বিভাগকে ডেকে ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় । কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় আগুন লাগছে । হঠাৎই পুড়ে যাচ্ছে বন্ধ লোহার আলমারি, খাটের কেসের ভিতরে রাখা কাপড়, বিছানা । গত 8 দিনে 15 থেকে 20টি ঘটনা ঘটেছে । এই ঘটনায় ত্রস্ত গোটা পরিবার । জিনিসপত্র রাখা হয়েছে বাড়ির বাইরে ।
আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় স্কুল শিক্ষিকার গায়ে আগুন, নীরব দর্শক জনতা