পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Myanmar Air Strike: মিজোরামের গ্রামে মায়ানমারের বিমানহানা ! আতঙ্কিত বাসিন্দারা - মিজোরাম

উত্তর-পূর্ব ভারতের মিজোরামের (Mizoram) একটি গ্রামে হামলা চালাল মায়ানমারের সেনাবাহিনী ৷ যুদ্ধবিমান থেকে ফেলা হল অন্তত দু'টি বোমা (Myanmar Air Strike) ৷ ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা ৷

Myanmar Air Strike crossed India Myanmar Border and hit a village in Mizoram
ভারতের গ্রামে বিমানহানা !

By

Published : Jan 12, 2023, 1:20 PM IST

গুয়াহাটি, 12 জানুয়ারি: এবার পড়শি মায়ানমারের হামলার শিকার হতে হল ভারতকে ৷ হামলা চালানো হল আকাশপথে (Myanmar Air Strike) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারত-মায়ানমার সীমান্ত (India Myanmar Border) লাগোয়া একটি শিবিরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় ৷ ওই শিবিরে মায়ানমারের সরকারিবিরোধী তথা গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ চলে ৷ মায়ানমারের সেনাবাহিনী এই প্রশিক্ষণ শিবিরগুলিকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল ৷ আর সেই সময়েই সেনার যুদ্ধবিমান থেকে ছোড়া অন্তত দু'টি বোমা এসে পড়ে ভারতীয় ভূখণ্ডে (মিজোরামের একটি গ্রামে) ৷ প্রত্যক্ষদর্শীরা এমনটাই দাবি করেছেন ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মায়ানমারের সেনাবাহিনীর এই বিদ্রোহীদমন অভিযান শুরু হয় গত মঙ্গলবার বিকেলে ৷ ওই দিন মায়ানমারের চিন প্রদেশের ক্যাম্প ভিক্টোরিয়া লক্ষ্য করে হামলা চালানো হয় ৷ এক বিদ্রোহী নেতা নিজে এই ঘটনার কথা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন বলেও দাবি করা হচ্ছে ৷ উল্লেখ্য, সাময়িক ক্ষমতাচ্যুত হওয়ার পর 2021 সালের ফেব্রুয়ারি মাসে মায়ানমারে ক্ষমতায় ফেরে জুন্টা সরকার ৷ তারপর থেকেই গণতন্ত্রকামী এবং সরকারবিরোধী শক্তিগুলির সঙ্গে তাদের রক্তক্ষয়ী বিবাদ চলছে ৷ এবার তার জের গড়াল ভারত পর্যন্ত ৷

আরও পড়ুন:সৈনিকের বুকে আস্ত গ্রেনেড, বের করে আনলেন শল্যচিকিৎসক !

সামরিক শাসন উৎখাত করে মায়ানমারে গণতন্ত্র ফেরাতে সঙ্গবদ্ধ লড়াই শুরু করেছে চিন ন্যাশনাল আর্মি (Chin National Army) বা সিএনএ (CNA) ৷ এটি আসলে বিদ্রোহীদের একটি সশস্ত্র সংগঠন ৷ যারা অন্য বিদ্রোহী সংগঠনগুলির সঙ্গে একজোট হয়ে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ পিপল'স ডিফেন্স ফোর্স (People's Defence Force) বা পিডিএফের (PDF) ব্যানারে এই লড়াই চলছে ৷ প্রসঙ্গত, মায়ানমারের নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর সদস্যরাই সিএনএর সঙ্গে যুক্ত ৷ আর সিএনএর সদর দফতর হল ক্য়াম্প ভিক্টোরিয়া ৷ মঙ্গলবার বিকেলে সেখানেই হামলা চালায় জুন্টা সরকারের সেনা ৷

সিএনএর এই সদর কার্যালয় তথা প্রশিক্ষণ শিবিরটি ভারতীয় ভূখণ্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ৷ বস্তুত, উত্তর-পূর্ব ভারতের মিজোরাম (Mizoram) রাজ্যটির খুব কাছেই রয়েছে এই ক্যাম্প ভিক্টোরিয়া ৷ মায়ানমারের আর এক বিদ্রোহী যোদ্ধা এই প্রসঙ্গে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে তাঁদের এই প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে একের পর এক বোমা ফেলা হয় যুদ্ধবিমান থেকে ৷ সেই সময় বেশ কয়েকটি যুদ্ধবিমান তিয়াউ নদী পার করে ভারতীয় আকাশসীমায় চলে আসে বলে অভিযোগ ৷ বস্তুত, ভারত ও মায়ানমারের মধ্যে এই নদী প্রাকৃতিক সীমান্তরেখা হিসাবে কাজ করে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়েই ভারতীয় ভূখণ্ডে বোমা ফেলা হয় ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত মিজোরামের সীমান্ত সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details