কেভাদিয়া, 31 অক্টোবর: ‘জাতীয় ঐক্য দিবসে’ (National Unity Day) সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ব্রোঞ্জের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু, তাঁর মন পড়ে রয়েছে মোরবি সেতু বিপর্যয়ে নিহত এবং আহতদের কাছে ৷ জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi on Morbi Incident) ৷
তাঁর ভাষণে উঠে আসে গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু দুর্ঘটনার প্রসঙ্গ (Morbi Bridge Tragedy) ৷ যেখানে ছটপুজো উপলক্ষ্যে হওয়া ভিড়ের কারণে, সেতু ভেঙে অন্তত 142 জনের মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একতা নগরে রয়েছি ৷ কিন্তু, আমার মাথায় এবং মনে শুধুই মোরবির দুর্ঘটনায় মৃত ও আহতদের চিন্তা রয়েছে ৷ জীবনে খুব কমবার আমি এমন কষ্ট অনুভব করেছি ৷ একদিকে আমার শোকাহত হৃদয় এবং অন্যদিকে, রয়েছে আমার কর্তব্য ৷’’