কলকাতা, 13 জানুয়ারি: উত্তরপ্রদেশের বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাস (MV Ganga Vilas Ticket Fare) শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করল ৷ এই প্রমোদতরীতে পুরো ভ্রমণের জন্য $15,300 এবং প্রতিদিন $300 খরচ পড়বে ৷ এই প্রমোদতরীতে সফর সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যের দিকে চোখ রাখুন, যা জানা জরুরি (All you need to know about MV Ganga Vilas)৷
1. এমভি গঙ্গা বিলাসে সম্পূর্ণ সমুদ্রযাত্রার জন্য একক বুকিং-এর ক্ষেত্রে খরচ পড়বে যাত্রী প্রতি 12.59 লক্ষ* টাকা ৷ 51 দিন ধরে ভারত ও বাংলাদেশের 27টি নদী মিলিয়ে 3,200 কিমি জলপথে সফর করবে গঙ্গা বিলাস ৷ এই প্যাকেজে ভ্রমণ, সাইটসিইং, স্থানান্তর, খাওয়া-দাওয়া সব কিছু অন্তর্ভুক্ত থাকবে ৷
2. আপনি যদি মনে করেন এটি খুবই ব্যয়বহুল, তাহলে আপনি অপারেটরের অনুমোদিত তিনটি বিভাগের একটির জন্য অর্থ প্রদান করতে পারেন ৷ তবে সেই পরিষেবা প্রাপ্যতার উপর নির্ভর করবে ৷
3. আন্তর্জাতিক ক্রুজ অফার করছে অন্তরা লাক্সারি রিভার ক্রুজ । বিভাগ অনুযায়ী টিকিটের ভাড়ার জন্য, ক্রুজ অপারেটরের ওয়েবসাইট চেক করা যেতে পারে ।
4. পরিকল্পিত ক্রুজটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, জাতীয় উদ্যান, নদীর ঘাট এবং বিহারের পটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং অসমের গুয়াহাটি-সহ প্রধান শহরগুলির 50টি পর্যটন কেন্দ্র স্পর্শ করবে বলে প্রস্তাব দিয়েছে ৷ এই প্রমোদতরীর লক্ষ্য পর্যটকদের একটি অভিজ্ঞতামূলক যাত্রা প্রদান করা এবং ভারত ও বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতায় পর্যটকদের সম্পৃক্ত করা ।
5. এমভি গঙ্গা বিলাসের তিনটি ডেক ও 18টি স্যুট ৷ এর ধারণক্ষমতা 36 জন পর্যটক ৷ সমস্ত বিলাসবহুল সুযোগ সুবিধা রয়েছে এই ক্রুজে ৷