পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MV Ganga Vilas Packages: গঙ্গা বিলাসের প্যাকেজগুলি কী কী ? কোথায় ভ্রমণে কত খরচ ? - এমভি গঙ্গা বিলাস

বারাণসীতে বিশ্বের দীর্ঘতম নদী প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের (MV Ganga Vilas Packages) ফ্ল্যাগ অফ করেছেন ৷ একনজরে জেনে নিন তার প্যাকেজগুলি ৷

MV Ganga Vilas ETV Bharat
গঙ্গা বিলাস

By

Published : Jan 13, 2023, 8:14 PM IST

গঙ্গা বিলাসের উদ্বোধন মোদির

বারাণসী, 13 জানুয়ারি:নতুন যুগের পর্যটনের অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ এমভি গঙ্গা বিলাসের (MV Ganga Vilas Packages) ফ্ল্যাগ অফ করেছেন ৷ দেশে তৈরি প্রথম ক্রুজ জাহাজটি 3200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত 27টি নদী পেরিয়ে যাবে ৷ এই পথ যেতে তার সময় লাগবে 51 দিন (MV Ganga Vilas Tickets)৷

প্রথম যাত্রায় সুইজারল্যান্ডের 32 জন পর্যটক রয়েছেন, যাঁরা পুরো দৈর্ঘ্যের ভ্রমণের জন্য সাইন আপ করেছেন । 50টি পর্যটন স্পট পরিদর্শন করাবে ক্রুজটি । এর মধ্যে রয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, জাতীয় উদ্যান, নদীর ঘাট এবং বিহারের পটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, পশ্চিমবঙ্গের কলকাতা, বাংলাদেশের ঢাকা এবং অসমের গুয়াহাটির মতো প্রধান শহরগুলি । এই প্রমোদতরী দৈর্ঘ্যে 62 মিটার এবং প্রস্থে 12 মিটার । বিলাসবহুল ক্রুজে তিনটি ডেক, 18টি স্যুটে 36 জন পর্যটকের ধারণক্ষমতা রয়েছে ৷ এ ছাড়াও রয়েছে সমস্ত সুযোগ সুবিধে ৷

গঙ্গা বিলাসের প্যাকেজ

গঙ্গা বিলাসে (MV Ganga Vilas) ভ্রমণ প্যাকেজের অগ্রিম বুকিং সম্পর্কে ক্রুজের পরিচালক রাজ সিং বলেছেন যে, গঙ্গা বিলাসের অন্দরমহল বিদেশি পর্যটকদের খুব পছন্দ হয়েছে । ফলস্বরূপ পরবর্তী 5 বছরের জন্য প্রায় 60 শতাংশ যাত্রা বুক করা হয়েছে । বুকিংকারীদের বেশিরভাগই নরওয়ে, জার্মানি ও ইউরোপীয় দেশের নাগরিক । রাজ সিং বলেন, ভারতের পর্যটকরাও গঙ্গা বিলাস ক্রুজে ভ্রমণের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন । তিনি আরও বলেন যে, গঙ্গা বিলাস ক্রুজের মোট যাত্রা 51 দিনের এবং খরচ হয় যাত্রী প্রতি 12.59 লক্ষ টাকা ৷ তবে কম দিনের প্যাকেজও পর্যটকদের জন্য রাখা হয়েছে ৷ এর দাম হবে দিন অনুযায়ী । তিনি বলেন, ক্রুজের রুটে 4, 10, 12 দিনের প্যাকেজও রয়েছে ।

আরও পড়ুন:টিকিটের দাম 12.59 লাখ ! এমভি গঙ্গা বিলাস নিয়ে 10 তথ্য যা জানা জরুরি

1. ইনক্রেডেবল বেনারস প্যাকেজ:এই প্যাকেজের দাম 1 লাখ 12 হাজার টাকা । এই প্যাকেজের মধ্যে রয়েছে গঙ্গার ঘাট থেকে রামনগর পর্যন্ত পর্যটন । এই যাত্রা হবে 4 দিনের । একই সময়ে বেনারসে একদিনের যাত্রার ভাড়া 300 ডলার অর্থাৎ প্রায় 25 হাজার টাকা ।

2. কলকাতা থেকে বেনারস প্যাকেজ: কলকাতা থেকে বেনারসের সফরে সময় লাগবে মোট 12 দিন ৷ এই সফরের ভাড়া 4,37,250 টাকা । এতে জাহাজটি কলকাতা ছেড়ে মুর্শিদাবাদ, ফরাক্কা, সুলতানগঞ্জ, বুদ্ধগয়া হয়ে বারাণসী পৌঁছবে ।

৩. কলকাতা থেকে ঢাকা প্যাকেজ: এই যাত্রা হবে 12 দিনের । কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত যাত্রার জন্যও 4,37,250 টাকা দিতে হবে । সুন্দরবন দ্বীপপুঞ্জে ভ্রমণের জন্য জনপ্রতি দিতে হবে 1 লাখ 20 হাজার টাকা । কলকাতার বেলুড় মঠ, রয়্যাল বেঙ্গল টাইগার ও মন্দির দর্শনের জন্য দিতে হবে এক লাখ 75 হাজার টাকা ।

বিশ্বের বড় বড় সমুদ্রযাত্রা: উল্লেখযোগ্যভাবে ভারতের গঙ্গা বিলাস রিভার ক্রুজ ছাড়াও মিশর, ব্রাজিল, চিন, রাশিয়া, ইউরোপ, জার্মানি, পর্তুগালে রিভার ক্রুজ রয়েছে । সেগুলিও দীর্ঘ সফর করে । এর মধ্যে দীর্ঘতম সফর করে মিশরের নীল নদের প্রমোদতরী ৷

ABOUT THE AUTHOR

...view details