পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেনুতে নেই পাঁঠার মাংসের বিশেষ পদ, বিয়ে বাতিল করে ফিরল পাত্রপক্ষ! - তেলেঙ্গানায় বিয়ে বাতিল করল পাত্রপক্ষ

Marriage cancelled as mutton nalli a bone of contention: বিয়ের সব ঠিকঠাক হয়ে গিয়েছিল ৷ শেষ মুহূর্তে ঝামেলা বাধে পাঁঠার মাংসের নলির হাড় নিয়ে ৷ বিয়ে বাতিলই করে দিল পাত্রপক্ষ ৷

ETV Bharat
মাংসের নলির পদ নেই বলে বাতিল হল বিয়ে

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:42 PM IST

Updated : Dec 27, 2023, 9:34 AM IST

কোরুতলা, 26 ডিসেম্বর: পাঁঠার মাংসের নলির হাড়ের বিশেষ পদ 'মটন নল্লি' বাদ দিয়েছে পাত্রীপক্ষ ৷ আর তাতেই বেজায় চটে বিয়েই বাতিল করে দিল পাত্রপক্ষ ৷ এমনটাই ঘটেছে তেলেঙ্গানার জাগতিয়াল জেলায় ৷ দামি যৌতুকের কারণে বিয়ে বাতিল হওয়ার ঘটনা শোনা যায় ৷ তবে এমন আজব ও তুচ্ছ দাবিতে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা কমই ঘটে ৷

স্থানীয় সূত্রের খবর, জাগতিয়াল জেলার মেটপল্লি মণ্ডলের এক যুবকের সঙ্গে নিজামাবাদ জেলার এক তরুণীর বিয়ে ঠিক হয় ৷ দুই পরিবারের মধ্যে বিয়ের যৌতুক, উপহার এবং অন্য সব আচার নিয়ে আলোচনা হয় ৷ তবে দুই পক্ষের মধ্যে সমস্যা তৈরি হয় বিয়ের মেনু নিয়ে ৷ নভেম্বরের প্রথম সপ্তাহে পাত্রপক্ষের আত্মীয়রা ইচ্ছে প্রকাশ করেন, পাত্রীপক্ষ যেন পাঁঠার মাংসের নলি দিয়ে তৈরি 'মটন নল্লি' পদ অবশ্যই করে ৷

এ নিয়ে বচসা বাঁধে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের আত্মীয়দের মধ্যে ৷ শুধু তাই নয়, বচসা এতটাই বড় আকার নেয় যে, দুই বাড়ির লোকজন থানায় পৌঁছয় ৷ একে অপরের দিকে অপমান করার অভিযোগ তোলে পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ ৷ পুলিশের হস্তক্ষেপে সাময়িক দুই পক্ষই শান্ত হয় ৷ তবে এর পরিণতিতে বিয়ে বাতিল হয়ে যায় ৷ আর তা নিয়েই জোর চর্চা শুরু হয় এলাকায় ৷

বাস্তবের ঠিক এমন ঘটনাই দেখানো হয়েছে তেলেগু সিনেমা 'বালাগাম'-এ ৷ একটা তুচ্ছ কারণে বিবাদ কত বড় হতে পারে এবং তাকে ঘিরে বচসা কত দূর পর্যন্ত গড়াতে পারে, তা দেখানো হয়েছে এই সিনেমাটিতে ৷

তবে পাঁঠার মাংসের দাবিতে বিয়ে নাকচের ঘটনা আগেও ঘটেছে ৷ জুন মাসে ওড়িশার সম্বলপুরে একটি বিয়ে বাতিল হয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ আর সেখানে বিয়ে বাতিল করেন খোদ কনে ৷ পাত্রপক্ষের লোকজন খেতে বসে দেখে পাঁঠার মাংসের পদটি শেষ হয়ে গিয়েছে ৷ এই নিয়ে ঝামেলা বাধে পাত্রীপক্ষের লোকজনের সঙ্গে ৷ এরপর পাত্রী নিজেই বিয়ে করতে অস্বীকার করেন ৷

আরও পড়ুন:

  1. পাতে পড়েনি পাঁঠার মাংস, পাত্রপক্ষের অদ্ভুত দাবি দেখে বিয়ে বাতিল কনের
  2. মদের নেশায় দিন ভুলল বর, রাতভর অপেক্ষা শেষে বিয়ে বাতিল কনের
  3. পণে বিএমডব্লিউ দাবি প্রেমিকের পরিবারের, বিয়ে ভাঙতেই আত্মহত্যা চিকিৎসক পাত্রীর
Last Updated : Dec 27, 2023, 9:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details