পটনা, 7 জুলাই:কখনও পয়গম্বরকে নিয়ে মন্তব্যের জেরে অশান্তি, আবার কখনও 'কালী' তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক ৷ অসন্তোষ ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সৌভ্রাতৃত্বের (Communal Harmony) বার্তা দিলেন বিহারের এক ব্যবসায়ী ৷ ইসলাম ধর্মাবলম্বী হয়েও হিন্দু কর্মচারীর শেষযাত্রায় অংশ নিলেন তিনি ৷ যাঁকে নিয়ে এত কথা, তাঁর নাম মহম্মদ রিজওয়ান খান (Mohammad Rizwan Khan) ৷ পটনায় একটি দোকান রয়েছে তাঁর ৷ সেই দোকানেই গত 25 বছর ধরে চাকরি করতেন রামদেব শাহ (Ramdev Sah) ৷ দীর্ঘদিনের কর্মসূত্রে খান পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছিলেন রামদেব ৷ তাই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রিজওয়ান ৷ হিন্দু প্রথা মেনে রামদেবের শেষকৃত্যের আয়োজন করা হলে সেই অনুষ্ঠানে সামিল হন তিনিও ৷ নিজে কাঁধে বয়ে নিয়ে যান রামদেবের মরদেহ ৷ ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামদেবের বয়স হয়েছিল 75 বছর ৷ গত সপ্তাহে মৃত্যু হয় তাঁর ৷ রামদেবের শেষকৃত্যে রিজওয়ান ও তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও ওই এলাকার অন্য অনেক মুসলিম পরিবার অংশ নেয় ৷ সকলেরই বক্তব্য, তাঁরা 25 বছর ধরে রামদেবকে চেনেন ৷ তিনি ছিলেন খাঁটি মানুষ ৷ তাঁর সরল, সাদাসিধে চরিত্র যে কারও মন জয় করে নিত ৷ সেই কারণেই রামদেবের শেষ যাত্রায় ধর্মের বেড়াজাল ভেঙে এক হয়ে গিয়েছে দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষ ৷