পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MRM Demands Ban on PFI: চরমপন্থী সংগঠন পিএফআইয়ের উপর নিষেধাজ্ঞা জারির দাবি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের

চরমপন্থী সংগঠন পপিউলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front of India) উপর নিষেধাজ্ঞা আরোপ করার দাবি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ৷ কেন্দ্রের কাছে এই নিয়ে চিঠি দিয়েছে আরএসএসের এই শাখা সংগঠন (RSS Muslim Wing Muslim Rashtriya Mancha) ৷

Muslim Rashtriya Mancha Demands Immediate Ban on Popular Front of India
Muslim Rashtriya Mancha Demands Immediate Ban on Popular Front of India

By

Published : Sep 26, 2022, 10:22 AM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: চরমপন্থী সংগঠন বলে পরিচিত পপিউলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front of India) উপর নিষেধাজ্ঞা জারির দাবি ক্রমশ বাড়তে শুরু করেছে ৷ মূলত এই সংগঠনের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তদন্ত শুরু হওয়ার পরেই এই দাবি আরও জড়াল হতে শুরু করেছে ৷ প্রসঙ্গক, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস এর মসুলিম শাখা সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’ (RSS Muslim Wing Muslim Rashtriya Mancha) এই দাবি তুলতে শুরু করেছে ৷

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফে এ নিয়ে কেন্দ্রের কাছে দাবিও জানানো হয়েছে ৷ সেখানে দ্রুত পিএফআই এর উপর নিষেধাজ্ঞা জারি (Ban on Popular Front of India) করার দাবি জানিয়েছেন আরএসএস এর এই মুসলিম শাখা সংগঠন ৷ কেন্দ্রের কাছে তারা দাবিতে উল্লেখ করেছে, ‘‘যদি সত্যিই পিএফআই (PFI) এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে, তাহলে কেন তাদের উপর দ্রুত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না ? কেন এখনও ওই সংগঠনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে না ? কেন এর সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়নি ? কেন অশান্তিতে যুক্ত থাকা অভিযুক্ত পিএফআই নেতা, আধিকারিকদের এবং প্রতিনিধিদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হচ্ছে না ?’’

আরও পড়ুন:গ্রেফতার হওয়া পিএফআই-এসডিপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি তুলল বিভিন্ন সংগঠন

প্রসঙ্গত, কেন্দ্রের তরফে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, কয়েকটি রাজ্যে পিএফআই-কে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ৷ সেই সঙ্গে অন্য চরমপন্থী সংগঠনগুলির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে ৷ কয়েকদিন আগে জাতীয়তাবাদী কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের জাতীয় আহ্বায়ক মহম্মদ আফজল এবং শাহিদ আখতার ৷ সেখানে তাঁরা জানিয়েছিলেন, পিএফআই সিমির থেকেও ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠন ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযানে পিএফআই এর বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাই যেতে পারে ৷ আর তার ভিত্তিতে কেন্দ্রের উপরে পিএফআই এর উপর নিষেধাজ্ঞা জারি করতে চাপ বাড়াতে শুরু করেছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details