জুনাগড় (গুজরাত), 3 জুলাই: সম্প্রীতির নজির গুজরাতের জুনাগড়ে ৷ অখণ্ড রামধুন সংকীর্তন মন্দিরে নিকাহ সম্পন্ন হল এক মুসলিম যুগলের ৷ দরিদ্র এই যুগলের বিয়ের আয়োজন করে সত্যম সেবা যুবক মণ্ডল । দুই ধর্মের মানুষের উপস্থিতিতে মন্দিরে মুসলিম যুগলের বিয়ে নিঃসন্দেহে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করল ৷
ধর্মীয় ঐক্যের দৃষ্টান্ত: ধর্ম নিয়ে হানাহানির ছবি ধরা পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ৷ তবে দেশের প্রকৃত ঐতিহ্য মনে করিয়ে দিয়ে জুনাগড়ের সত্যম সেবা যুবক মণ্ডল হিন্দু ধর্মের প্রাঙ্গণে এক মুসলিম যুগলের বিয়ের আয়োজন করল ৷ অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ওই পাত্র-পাত্রীর নিয়ম নিষ্ঠা করে বিয়ে দেওয়া হয় ৷ মুসলিম ধর্মমতে চার হাত এক হল হিনা ও আবদুল কুরেশি । বিয়েতে উপস্থিত ছিল যুগলের পরিবার এবং সত্যম সেবা যুবক মণ্ডলের কর্মীরা ৷
প্রচুর উপহার: বিয়েতে নবদম্পতিকে প্রচুর উপহারও দিয়েছে সত্যম সেবা যুবক মণ্ডল । ঘড়ি, জামাকাপড়, প্লেট, চশমা, বাটি, কাঁচের বাসন, স্টিলের বাক্স, বিছানা, গদি, খাট, মঙ্গলসূত্র, চেয়ারের মতো 57টি জিনিস উপহারে দেওয়া হয়েছে । অবশ্য এই প্রথম নয় ৷ জুনাগড়ে গত কয়েক বছর ধরেই বিয়ের আয়োজন করছে তারা । তাদের উদ্যোগে অনেক হিন্দু যুগল এই মন্দির থেকে নতুন জীবন শুরু করেছে ৷ তবে এ বার এই মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হল মুসলিম যুগল ৷