গাজ়িয়াবাদ, 14 মার্চ:জল খেতে মন্দিরে ঢুকেছিল এক মুসলিম বালক ৷ তাকে বেধড়ক মারধর করা হল ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঘটনা উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ৷ এই ঘটনায় ফের অস্বস্তিতে যোগী আদিত্যনাথের সরকার ৷
ভিডিয়োটি কবেকার সেই তারিখ তাতে লেখা নেই ৷ তবে সেখানে দেখা যাচ্ছে, বালকের হাতে ও ঘাড়ে টেনে হিঁচড়ে ধরে এক জন বলছেন, "দু জনের চেহারাই যেন আসে ৷" এরপর নীল টি-শার্ট পরা লোকটি বলতে থাকে, "তোমার নাম কী ? বাবার নাম কী ?" নাম বলার পরই যখন বোঝা যায় যে ছেলেটি মুসলিম, তখন সে কেন মন্দিরে ঢুকেছে এই প্রশ্ন করা হয় ৷ জবাবে ওই বালক জানায় সে জল খেয়ে মন্দিরে ঢুকেছে ৷ এরপরই শুরু হয় বেধড়ক মার ৷ বালকের মাথার উপর্যুপতি মারতে থাকে লোকটি ৷ ছেলেটির হাত মুচড়ে দেওয়া হয় ৷ বালকটি মাটিতে পড়ে গেলে তাকে পরপর লাথি মারা হয় ৷ অসহায়ভাবে ছাড়া পাওয়ার জন্য আকুতি জানাতে থাকে ছেলেটি ৷