পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ayodhya Ram Mandir: রামমন্দিরের প্রবেশদ্বারে মাকরানা মার্বেলের কারুকাজের দায়িত্বে মুসলিম কারিগররা - সাদা মাকরানা মার্বেলের কারুকার্য

রামমন্দিরের 14টি প্রবেশদ্বারে মাকরানা মার্বেলের কারুকাজ করা থাকবে ৷ যার কাজ করছেন মুসলিম সম্প্রদায়ের একদল শিল্পী (Muslim Artisans Making Inlay and Carving Work With Makrana Marble in Ayodhya Ram Mandir) ৷ এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির ছোঁয়ায় তৈরি হচ্ছে অযোধ্যার রামমন্দির ৷

muslim-artisans-making-inlay-and-carving-work-with-makrana-marble-in-ayodhya-ram-mandir
muslim-artisans-making-inlay-and-carving-work-with-makrana-marble-in-ayodhya-ram-mandir

By

Published : Jul 17, 2022, 11:01 AM IST

অযোধ্যা (উত্তরপ্রদেশ), 17 জুলাই:অযোধ্যার রামমন্দিরের একতলায় মোট 14টি প্রবেশদ্বার থাকছে ৷ যে দরজাগুলির উপর সাদা মাকরানা মার্বেলের কারুকাজ করা থাকবে ৷ আর এই ফ্রেমের খোদাই ও কারুকাজ করছেন মুসলিম সম্প্রদায়ের একদল শিল্পী (Muslim Artisans Making Inlay and Carving Work With Makrana Marble in Ayodhya Ram Mandir) ৷ এমনই সম্প্রীতির বার্তা উঠে আসছে রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে ৷ মূলত 2023 সালের ডিসেম্বর এবং 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে রামমন্দিরের একতলা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ যেখানে মন্দিরের প্রধান গর্ভগৃহ স্থাপন করা হচ্ছে ৷ সেখানেই রামের মূর্তি রাখা হবে ৷

এই মুহূর্তে রামমন্দির তৈরির কাজ জোরকদমে চলছে অযোধ্যায় ৷ রাজস্থানের পাহাড়পুরের পিঙ্ক পাথর দিয়ে মূলত মন্দির তৈরি করা হচ্ছে ৷ আর একতলার 14টি দরজা তৈরির জন্য সেগুন কাঠের বায়নাও করে ফেলে রামমন্দির ট্রাস্ট ৷ যে দরজার উপর থাকবে মাকরানা পাথরের খোদাই করা কারুকার্য (White Makrana Marble Crafts) ৷ আর এই খোদাই ও কারুকার্যের সমস্ত কাজ করছেন মুসলিম কারিগররা ৷ আর রামমন্দির তৈরির কাজ দ্রুত শেষ করতে তৎপর ট্রাস্টও ৷ তাই রামমন্দির ট্রাস্টের তরফে কাজের তদারকিও করা হচ্ছে নিয়মিত ৷

আরও পড়ুন:অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য জমা পড়েছে 3 হাজার কোটি টাকা

মন্দিরের দরজাগুলি মূলত সেগুন কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে ৷ এর জন্য বাহরাইচ, শীশম-সাখু এবং মানকাপুরের জঙ্গল থেকে কাঠের স্যাম্পল আনিয়েছে মন্দির ট্রাস্ট ৷ এমনটাই জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা ৷ তিনি এও জানান, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে ইঞ্জিনিয়রদের দিয়ে কাঠের গুণমান যাচাই করানো হচ্ছে ৷ সবচেয়ে বেশি সময় টিকবে এমন কাঠ বাছাই করা হচ্ছে, মন্দিরের দরজা তৈরির জন্য ৷

ABOUT THE AUTHOR

...view details