অযোধ্যা (উত্তরপ্রদেশ), 17 জুলাই:অযোধ্যার রামমন্দিরের একতলায় মোট 14টি প্রবেশদ্বার থাকছে ৷ যে দরজাগুলির উপর সাদা মাকরানা মার্বেলের কারুকাজ করা থাকবে ৷ আর এই ফ্রেমের খোদাই ও কারুকাজ করছেন মুসলিম সম্প্রদায়ের একদল শিল্পী (Muslim Artisans Making Inlay and Carving Work With Makrana Marble in Ayodhya Ram Mandir) ৷ এমনই সম্প্রীতির বার্তা উঠে আসছে রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে ৷ মূলত 2023 সালের ডিসেম্বর এবং 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে রামমন্দিরের একতলা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ যেখানে মন্দিরের প্রধান গর্ভগৃহ স্থাপন করা হচ্ছে ৷ সেখানেই রামের মূর্তি রাখা হবে ৷
এই মুহূর্তে রামমন্দির তৈরির কাজ জোরকদমে চলছে অযোধ্যায় ৷ রাজস্থানের পাহাড়পুরের পিঙ্ক পাথর দিয়ে মূলত মন্দির তৈরি করা হচ্ছে ৷ আর একতলার 14টি দরজা তৈরির জন্য সেগুন কাঠের বায়নাও করে ফেলে রামমন্দির ট্রাস্ট ৷ যে দরজার উপর থাকবে মাকরানা পাথরের খোদাই করা কারুকার্য (White Makrana Marble Crafts) ৷ আর এই খোদাই ও কারুকার্যের সমস্ত কাজ করছেন মুসলিম কারিগররা ৷ আর রামমন্দির তৈরির কাজ দ্রুত শেষ করতে তৎপর ট্রাস্টও ৷ তাই রামমন্দির ট্রাস্টের তরফে কাজের তদারকিও করা হচ্ছে নিয়মিত ৷