বেমেতারা (ছত্তিশগড়), 30 নভেম্বর:সন্দেহ ছিল আত্মহত্যা । পরে পুলিশি তদন্তে জানা গেল খুন । প্রথমে গলায় ফাঁস দিয়ে এক নাবালিকার আত্মহত্যার ঘটনার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোতোয়ালি থানা এলাকায় (Murder After Rape of a Minor) ৷ যদিও পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, এটি আত্মহত্যা নয়, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে (Murder after Rape of a Minor in Bemetara) ৷ এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক বালককে পকসো আইন ও খুনের মামলায় গ্রেফতার করেছে । অভিযুক্তকে রিহ্যাবে পাঠানো হয়েছে ।
জানা গিয়েছে, বিষয়টি 26 নভেম্বরের । 10 বছরের এক নাবালিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে (City Kotwali Police Station) বলে অভিযোগ হয় । এ বিষয়ে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায় ৷ তারপরেই জানতে পারা যায় যে, তাকে খুন করা হয়েছে ৷ প্রথমে নাবলিকাকে ধর্ষণ করে তাকে ফাঁসিতে ঝোলানো হয় ৷
আরও পড়ুন:প্রেম মেনে নেয়নি পরিবার, উত্তরপ্রদেশে একসঙ্গে আত্মহত্যা যুগলের