সিমলা, 7 জানুয়ারি: ভিনরাজ্যের সংশোধনাগারে মৃত্যু হল জলপাইগুড়ির বাসিন্দার ৷ সিমলার কাইথু সংশোধনাগার থেকে উদ্ধার হল এ রাজ্যের বিচারাধীন বন্দির ঝুলন্ত দেহ (Murder Accused Died by Suicide In Kaithu Jail) ৷ শনিবার ওই বন্দির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাইথু সংশোধনাগারে ৷ মৃতের নাম নির্মল উরভ জলপাইগুড়ির বাসিন্দা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে সিমলা পুলিশ ৷ প্রশ্ন উঠেছে সংশোধনাগারের নিরাপত্তা নিয়েও (Himachal hindi news) ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নির্মল উরভু জলপাইগুড়ির বাসিন্দা (Husband murdered wife in Shimla) ৷ স্ত্রী'কে খুনের দায়ে তিনি জেল হেফাজতে ছিলেন ৷ শনিবার কাইথু সংশোধনার থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ সংশোধনাগারে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে ঘটনাটি ঘটল, ঘটনার সময় কারারক্ষীরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ সংশোধনাগারের এএসপি রমেশ জানান, ওই ব্যক্তি সংশোধনাগরে বিচারাধীন বন্দির আত্মহত্য়ার ঘটনা তিনি শুনেছেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ম্যাজিস্ট্রেট । পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে ।