নয়াদিল্লি, 7 ডিসেম্বর: দেশের হাইভোল্টেজ পৌরভোটের গণনা শুরু হয় আজ সকাল 8টায় ৷ 4 ডিসেম্বর দিল্লি পৌরনিগম নির্বাচনে 50 শতাংশ ভোট পড়ে ৷ প্রার্থীর সংখ্যা ছিল 1 হাজার 349 ৷ লড়াইয়ে ছিল- আপ, কংগ্রেস আর বিজেপি ৷ 2007 সাল থেকে এই নিগমের দখল গেরুয়া শিবিরের হাতে ৷ তাই এই পৌরনিগম নির্বাচন দেশের অন্য পৌরভোটের তুলনায় অনেকটাই তাৎপর্যপূর্ণ ৷
পৌরভোটেও যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দাপট দেখাবে, বুথফেরত সমীক্ষাতেই (Exit Poll) স্পষ্ট হয়ে গিয়েছিল ইঙ্গিতটা ৷ এদিন সিলমোহর পড়ল তাতে ৷ বেশ খানিকটা দূরত্বে থেমে দ্বিতীয়স্থানে শেষ করল বিজেপির ৷ আর কংগ্রেস পেল হাতে গোনা কয়েকটি আসন (MCD Elections Counting 2022) ৷ শেষ পর্যন্ত পৌরভোটে 134টি আসনে জয়ী হল আপ, বিজেপি-র দখলে গেল 95টি আসন ৷ 9টি আসনে জিতল কংগ্রেস ৷ বোর্ড গড়তে ম্যাজিক ফিগার ছিল 126টি আসন।
250টি ওয়ার্ডের আপডেট:
আপ (আম আদমি পার্টি)- 134টি আসনে জয়ী