মহিলার টুকরো করা দেহ উদ্ধারের ছবি মুম্বই, 8 জুন: ফের দেহ টুকরো করার ঘটনা ৷ এবার ঘটনাস্থল মুম্বই ৷ লিভ-ইন পার্টনারের দেহ টুকরো করার অভিযোগে 56 বছর বয়সি এক ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় আটক করল পুলিশ ৷ জানা গিয়েছে, মনোজ সাহানি নামে অভিযুক্ত গত তিন বছর ধরে মীরা রোড এলাকায় আকাশগঙ্গা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে সরস্বতী বৈদ্য নামে এক মহিলার সঙ্গে লিভ-ইন করতেন ৷
বুধবার ওই দম্পতির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ জানিয়ে স্থানীয় নয়ানগর থানায় অভিযোগ করেন বিল্ডিংয়ের অন্যান্য আবাসিকরা ৷ সেই ঘটনার তদন্ত করতে বুধবার রাতে থানে জেলার ওই ঘটনাস্থলে পৌঁছয় মহারাষ্ট্র পুলিশ ৷ এরপরই সাত তলার এই ফ্ল্যাট থেকে 32 বছর বয়সি মহিলার মৃতদেহের টুকরো উদ্ধার করে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করা হয়েছে ৷
সেখান থেকেই তাঁরা জানতে পারেন এখানে লিভ-ইন রিলেশনে থাকতেন মৃত ও অভিযুক্ত ৷ প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে ৷ তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) জয়ন্ত বাজবেল ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ এদের মধ্যে একজন মহিলার লিভ ইন পার্টনার ৷
বিষয়টি নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া শুলে এই ঘটনায় সিএমও এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে ট্যাগ করে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "মুম্বইয়ের মিরা রোড এলাকায় বসবাসকারী এক ব্যক্তি তার লিভ-ইন পার্টনারকে খুন করেছে ৷ পরে দেহ টুকরো টুকরো করে কুকারে রান্নার পর তা ফের মিক্সারে পিষে লাশটি ফেলে দেওয়ার চেষ্টা করে ৷ এই ধরনের ঘটনা খুবই ন্যক্কারজনক ও অমানবিক ৷ এ রাজ্যের এমন অবস্থা যেখানে অপরাধীদের আইনের ভয় নেই ৷ নারীর বিরুদ্ধে অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে ৷ তদন্তকারী সংস্থাগুলিকে এই মামলায় অভিযুক্তদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করার চেষ্টা করা উচিত এবং দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত ৷"
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঝগড়ার কারণে মহিলাকে খুন করেছে মনোজ আরও একজন বুধবার তা ধামাচাপা দিতে সাহায্য করেছে ৷ কুকারে দেহাংশগুলি সেদ্ধ করার পর অভিযুক্ত মিক্সারে সেগুলি পেষাই করা হয় বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে ৷ পরে সেগুলি কুকুরকে দিয়ে খাওয়ানো হয় বলেও অভিযোগ ৷ তবে কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় ৷ সাম্প্রতিক অতীতে প্রায়শই এহেন ঘটনা খবরের শিরোনামে উঠে আসে ৷ যা একটি সুস্থ সমাজে কখনওই কাম্য নয় ৷ আমরা যদি মধ্যযুগীয় বর্বরতার কথা কপচাই তবে এখনকার দিনে এই ধরনের ঘটনাও আমাদের সেই মধ্যযুগেই ফিরিয়ে নিয়ে যায় ৷ যা বর্তমান আধুনিক সমাজের কাছে চরম লজ্জার ৷
আরও পড়ুন : স্ত্রীর দেহ তিন টুকরো করে পুঁতেছি, জেরায় স্বীকার ব্যক্তির