মুম্বই, 12 জানুয়ারি: জাতীয় সংগীত অবমাননার মামলার স্বস্তি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে যে সমন পাঠানো হয়েছিল তা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত (Special court sets aside summons against Mamata Banerjee) ৷ এদিন বিশেষ আদালতের বিচারক আরএন রোকাডে জানান, এই সমন ইস্যু করার সময় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রয়োজনীয় নিয়মগুলি মানেননি ৷ তাই এই সমন খারিজ করা হচ্ছে ৷
উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে এক অনুষ্ঠানে জাতীয় সংগীতের অবমাননা করেন বলে অভিযোগ ওঠে ৷ বিবেকানন্দ গুপ্তা নামে মুম্বইয়ের এক বিজেপি নেতা এই বিষয়টি নিয়ে প্রথমে থানায় এফআইআর ও পরে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন ৷ জানান, জাতীয় সংগীত চলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়াননি ৷ ওই বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এরপর ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে সমন ইস্যু করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (summons against Mamata Banerjee sets aside) ৷