মুম্বই, 17 অক্টোবর : 2020 সালের প্রথম দিকে দেশে করোনা সংক্রমণ আছড়ে পড়ার পর প্রায় প্রথম থেকেই সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এগিয়ে ছিল মহারাষ্ট্র ৷ কোভিড আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণও হারিয়েছেন এই রাজ্যে ৷ মহারাষ্ট্রে সংক্রমণের দিক দিয়ে এক সময় শীর্ষে এসে গিয়েছিল মুম্বইয়ের নাম ৷ সেই মুম্বইয়েই এবার কোভিডে মৃত্যুর সংখ্যা নেমে এল শূন্যে ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের দরফে রবিবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বাণিজ্য নগরীতে একজন করোনা আক্রান্তেরও মৃত্যু হয়নি ৷
তবে মৃত্যু না হলেও, গত চব্বিশ ঘণ্টায় এখানে করোনা আক্রান্ত হয়েছেন আরও 367 জন ৷ মুম্বইতে করোনা সংক্রমণের হারও নিম্নমুখী ৷ বর্তমানে তা দাঁড়িয়েছে 1.27 শতাংশে ৷ অন্যদিকে, করোনা থেকে সুস্থতার হার 97 শতাংশ ৷ বর্তমানে মহারাষ্ট্রের রাজধানীতে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 5 হাজার 30 জন ৷