নাগপুর, 22 অগস্ট: গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক যাত্রী ৷ আর তার জেরেই সোমবার রাতে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান ৷ মুম্বই থেকে রাঁচি যাওয়ার বিমানে এক যাত্রী রক্তবমি করতে শুরু করায় জরুরি অবতরণের প্রয়োজন পড়ে ৷ জানা গিয়েছে, অসুস্থ ওই যাত্রীর নাম দেবানন্দ তিওয়ারি ৷ জরুরি অবতরণের পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর ৷ গতকাল সোমবার রাতে এই পুরো ঘটনাটি ঘটে ৷
ফ্লাইট নম্বর 6E 5093 ৷ মুম্বই থেকে রাঁচিগামী ইন্ডিগোর এই বিমানেই ছিলেন 62 বছর বয়সি যাত্রী দেবানন্দ তিওয়ারি ৷ বিমানটি যাত্রা শুরু করার পরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন ৷ তারপরই রক্ত বমি শুরু হয় ওই যাত্রীর ৷ রাত 8টা নাগাদ তিনি নিজেই বিমানকর্মীদের তাঁর শারীরিক জটিল অবস্থার কথা জানান ৷ তারপরই ওই যাত্রীর কথা ভেবে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগোর বিমানটিকে ৷ এরপর দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷