নয়াদিল্লি, 6 জুলাই : মহিলা ফুটবল এশিয়ান কাপ আয়োজনের ভেনু হিসেবে মুম্বই এবং পুণেকে বেছে নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ 2022 সালে ভারতে মহিলা ফুটবল এশিয়ান কাপ আয়োজিত হতে চলেছে ৷ ভুবনেশ্বর এবং আমেদাবাদ এই তালিকায় থাকলেও, ওই দুই শহরকে বাদ দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মুম্বই ফুটবল এরিনা স্টেডিয়ান এবং পুণের বেলাওয়াডিতে শিবাজি ছত্রপতি কমপ্লেক্স মহিলা ফুটবল এশিয়ান কাপ আয়োজিত হবে ৷
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এএফসি জানিয়েছে, ‘‘করোনা অতিমারির কারণে সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’’ ৷ সেই সঙ্গে আরও জানানো হয়েছে, ম্যাচ অফিসিয়াল এবং প্রতিটি ফুটবল দলের সফরের সময়কে কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি সহজেই যাতে বায়ো বাবলের পরিবেশ তৈরি করা যায় এবং সকল অংশীদাররা এর সুযোগ নিতে পারে সেই বিষয়টিও এখানে দেখা হয়েছে ৷
এফএফসি আরও জানিয়েছে 37 হাজার 900 দর্শক আসন বিশিষ্ট নবি মুম্বই এর ডি ওয়াই পাটিল স্টেডিয়ামকে মহিলা ফুটবল এশিয়ান কাপ 2022-র তৃতীয় ভেনু হিসেবে রাখা হয়েছে ৷ ম্যাচের ভেনু বদল নিয়ে এআইএফএফ এর সভাপতি প্রফুল প্যাটেল জানিয়েছেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে সবাইকে মানিয়ে নিতে হবে ৷ আর তার জন্য বায়ো সিকিওর বাবল তৈরি করতে হবে ৷ প্য়াটেল আরও জানিয়েছেন, মুম্বই, নভি মুম্বই এবং পুণেকে টুর্নামেন্টের ভেনু হিসেবে বেছে নেওয়ার পিছনে ভৌগোলিক দিকটিও একটা বড় কারণ ৷ এই জায়গাগুলির মধ্যে দূরত্বও একেবারেই কম ৷ সেই সঙ্গে অতীতে বড় ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে এই সকল স্টেডিয়াম কর্তৃপক্ষের ৷