মুম্বই, 6 অগস্ট: ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে ৷ আজ সকালে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমনই হুমকি ফোন এসেছে ৷ ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন যে, তিনি ভিলে পার্লে এলাকা থেকে ফোন করছেন ৷ একটি ট্রেনে বোমা রাখা আছে বলে দাবি করেছেন তিনি ৷
মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন: কল অ্যাটেনডেন্টের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসার ওই ব্যক্তির কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করেন ৷ বোমাটি কোন ট্রেনে রাখা আছে, তাও জিজ্ঞেস করা হয় ৷ তবে এ সব প্রশ্নের জবাব না দিয়ে ফোনটি কেটে দেন ওই ব্যক্তি ৷ পুলিশ আবার ফোন করে তথ্য জানার চেষ্টা করে । তখন দেখা যায়, উলটো দিক থেকে আসা ফোনটি বন্ধ করে রাখা হয়েছে ।
মুম্বই পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, "পুলিশ কন্ট্রোল রুম এক ব্যক্তির কাছ থেকে হুমকি ফোন পেয়েছে । পুলিশকে ফোন করে জানানো হয় যে, মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটবে । দাবি করা হয় যে, তিনি ভিলে পার্লে এলাকা থেকে কথা বলছেন এবং তারপরে তাঁর ফোন বন্ধ করে দেন তিনি ।"