মুম্বই, 27 অক্টোবর: শহরের এক চিত্রনির্মাতাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ তাঁর বিরুদ্ধে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা ওই ব্যক্তি ৷ বৃহস্পতিবার মুম্বই পুলিশের এক প্রতিনিধি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই আম্বোলি থানায় (Amboli Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম কমল কিশোর মিশ্র (Kamal Kishor Mishra) ৷ কমলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী ইয়াসমিন (Yasmin) ৷
ইয়াসমিনের অভিযোগ, তাঁর স্বামী পরকীয়ায় মজেছেন ৷ গত 19 অক্টোবর অন্য মহিলার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি ! সেই সময় একটি আবাসনের পার্কিং লটে গাড়ির ভিতরে ছিলেন কমল ৷ সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ৷ স্ত্রীকে দেখেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন কমল ৷ গাড়ির ধাক্কায় পড়ে যান ইয়াসমিন ৷ তখন তাঁর শরীরের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন কমল ৷ সেই সময় অন্য এক ব্যক্তি দৌড়ে আসেন ৷ তাঁর সহযোগিতাতেই প্রাণে বেঁচে যান ইয়াসমিন ৷ ওই ব্যক্তি ইয়াসমিনকে চলন্ত গাড়ির নীচে থেকে টেনে বের করেন ৷ পুরো ঘটনা বন্দি হয় ঘটনাস্থলে লাগানো সিসিটিভি ক্যামেরায় ৷