মুম্বই, 30 ডিসেম্বর: ওমিক্রনের দাপট ও ডেল্টার উপস্থিতিতে কোভিড সংক্রমণ ক্রমে বাড়ছে মহারাষ্ট্রে ৷ পরিস্থিতি মোকাবিলায় শহরের রাস্তায় 144 ধারা জারি করল মুম্বই পুলিশ (Section 144 imposed in Mumbai)৷ আজ থেকে আগামী 7 জানুয়ারি পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে ৷ বাতিল করা হয়েছে বর্ষবরণ পালনের (New Year celebrations banned) যাবতীয় পরিকল্পনা ৷
নয়া কোভিড বিধিতে নিউ ইয়ার সেলিব্রেশনের জমায়েত রুখতে বিশেষ পদক্ষেপ করেছে মুম্বই প্রশাসন (Mumbai Police impose Section 144)৷ রেস্তোরাঁ, হোটেল, বার, পাব, রিসর্ট, ক্লাব-সহ কোনও বদ্ধ বা খোলা জায়গায় বর্ষবরণের পার্টি ও সেলিব্রেশন নিষিদ্ধ করা হয়েছে ৷ 30 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত এই বিধি অব্যাহত থাকবে ৷
আরও পড়ুন:WHO warns over Covid tsunami: ওমিক্রন-ডেল্টার জোড়া ফলায় আসছে কোভিড সুনামি, সতর্কবার্তা হু-র
নির্দেশিকায় (new COVID-19 restrictions in mumbai) বলা হয়েছে, "গ্রেটার মুম্বইয়ের পুলিশ কমিশনারের আওতায় থাকা এলাকায় 30 ডিসেম্বর থেকে 24 ঘণ্টা এই নির্দেশিকা জারি থাকবে 2022 সালের 7 জানুয়ারি পর্যন্ত, যদি না তার আগে এই নির্দেশিকা প্রত্যাহার করা হয় ৷" এই নির্দেশিকা অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় এবং অতিমারি আইন, 1897-এর ধারায়, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন 2005-এর ধারায় এবং অন্যান্য ধারায় শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার চৈতন্য এস ৷
আরও পড়ুন:Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ
গত 24 ঘণ্টায় মুম্বইয়ে নতুন করে আরও 2,510 জন কোভিডে সংক্রমিত হয়েছেন ৷ প্রাণ গিয়েছে একজনের ৷ বর্তমানে সেখানে মোট সক্রিয় রোগীর সংখ্যা 8,060 জন ৷ সুস্থতার হার 97 শতাংশ ৷ বর্তমানে মুম্বইয়ের 45টি বহুতল সিল করে দেওয়া হয়েছে ৷ কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য বৃহন্মুম্বই পৌরনিগমের সদর দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে ৷
আরও পড়ুন:Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের