মুম্বই, 6 নভেম্বর: সোশাল মিডিয়ার মাধ্যমে ‘লাইভ সেক্স অ্যাপে’র বিজ্ঞাপন ৷ গুগল প্লে থেকে অ্যাপ ইনস্টল করে সরাসরি যৌনতা চাক্ষুস করার হাতছানি ৷ আর সেই হাতছানিতে সারা দিয়ে অন্ধকারের তলিয়ে যাচ্ছে যুবসমাজ ! সম্প্রতি এমনই ঘটনা সামনে এসেছে মুম্বইয়ে ৷ একটি অ্যাপের মাধ্যমে 1 হাজার টাকার বিনিময়ে সরাসরি যৌনতা চাক্ষুস করাচ্ছিল একটি চক্র ৷ অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ ৷ সেখান থেকেই 2 যুবতী এবং এক যুবককে গ্রেফতার করেছে ভারসোভা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সাব-ইন্সপেক্টর নাগেশ মিসালের নজরে আসে বিষয়টি ৷ তিনি ভারসোভা থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আনেন ওই পুলিশ আধিকারিক ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ভারসোভা থানাকে বিষয়টিকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেয় কর্তৃপক্ষ ৷ এর জন্য মুম্বই পুলিশের সাইবার বিভাগ এবং গোয়েন্দা দফতরের মদতে তদন্ত শুরু করেন সিনিয়র ইন্সপেক্টর গণেশ পাওয়ার ৷
সোশাল মিডিয়ায় ‘লাইভ সেক্স অ্যাপে’র বিজ্ঞাপন দেখে মোবাইলে সেটি ইনস্টল করেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর সেখানে 1 হাজার টাকা দিয়ে সদস্য হয়ে অ্যাপের ভিতরে যান তদন্তকারী আধিকারিকরা ৷ মুম্বই পুলিশের সাইবার সেল সেই অ্যাপে একাধিক অশালীন ভিডিয়োর হদিশ পান ৷ সেই অ্যাপটি কোথা থেকে অপারেট করা হচ্ছে, তা জানতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সাইবার গোয়েন্দারা ৷ জানা যায়, আন্ধেরির ভারসোভার মডেল টাউনশিপের একটি আবাসন থেকে এই চক্রটি চালানো হচ্ছে ৷