পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai International Airport: একদিনে যাত্রী পরিষেবায় নয়া রেকর্ড গড়ল মুম্বই বিমানবন্দর - নয়া রেকর্ড

যাত্রী পরিষেবায় নয়া রেকর্ড গড়ল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai International Airport) বা ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) ৷ সর্বাধিক কত যাত্রী যাতায়াত করলেন এই বিমানবন্দর হয়ে ?

Mumbai International Airport marks new record on passenger movement in a single day
Mumbai International Airport: একদিনে যাত্রী পরিষেবায় নয়া রেকর্ড গড়ল মুম্বই বিমানবন্দর

By

Published : Dec 12, 2022, 7:59 PM IST

মুম্বই, 12 ডিসেম্বর:ব্যস্ততার নতুন রেকর্ড তৈরি করল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai International Airport) ৷ যার পোশাকি নাম শিবাজি ছত্রপতি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) ৷ গত 10 ডিসেম্বর একদিনে সর্বাধিক যাত্রীকে পরিষেবা দেওয়ার নয়া রেকর্ড গড়েছে ভারতের এই বিমানবন্দরটি ৷ তথ্য বলছে, ওই দিন সব মিলিয়ে এই বিমানবন্দর হয়ে যাতায়াত করেছেন মোট 1 লক্ষ 50 হাজার 988 জন যাত্রী ৷ এর মধ্য়ে ঘরোয়া উড়ানে সওয়ার হয়েছেন 1 লক্ষ 11 হাজার 441 জন ৷ পাশাপাশি, আন্তর্জাতিক উড়ানের যাত্রী ছিলেন 39 হাজার 547 জন ৷ 2019 সালের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, করোনা অতিমারির বাড়বাড়ন্তের সময় বিশ্বের অধিকাংশ দেশেই লকডাউন পালিত হয় ৷ আন্তর্জাতিক, এমনকী ঘরোয়া উড়ানও স্তব্ধ হয়ে যায় ৷ পরবর্তীতে ধাপে ধাপে ফের স্বাভাবিক হয় পরিষেবা ৷ তথ্য বলছে, 2021-22 অর্থবর্ষের তুলনায় চলতি আর্থিক বছরে বিমানে আন্তর্জাতিক যাত্রীর পরিমাণ বেড়েছে 140 শতাংশ ৷ অন্যদিকে, ঘরোয়া উড়ানে যাত্রী বেড়েছে 26 শতাংশ ৷

আরও পড়ুন:হিমালয়ের কোলে 9782 কোটি খরচে তৈরি ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র

মুম্বই বিমানবন্দরের ক্ষেত্রে বলা যায়, করোনার প্রকোপ বাড়ার আগে 2019 সালের 20 ডিসেম্বর পর্যন্ত একদিনে সর্বাধিক 1 লক্ষ 50 হাজার 276 জন যাত্রীকে পরিষেবা দেওয়া হয়েছিল ৷ করোনা বাগে আসার পর 2021 সালের 13 ফেব্রুয়ারি এই বিমানবন্দরে সর্বাধিক 73 হাজার 509 জন যাত্রীকে পরিষেবা দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details