মুম্বই, 4 জুলাই: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে সোমবার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের একটি আদালত ৷ জানা গিয়েছে, বিজেপি'র প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়া সঞ্জয় রাউতের (Shiv Sena MP Sanjay Raut) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলার প্রেক্ষিতে শিবসেনা সাংসদকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল শেওড়ি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৷ কিন্তু সেই নির্দেশ অমান্য করায় সঞ্জয় রাউতের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে (Mumbai court issues bailable warrant against Shiv Sena MP Sanjay Raut in defamation case) ৷
এই প্রসঙ্গে মেধা সোমাইয়ার আইনজীবী জানিয়েছেন, আদালত সঞ্জয় রাউতের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ মামলার পরবর্তী শুনানি 18 জুলাই ৷