পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mumbai Court Order Against Mamata : জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি আদালতের - Mumbai Court Order Against Mamata

গত ডিসেম্বরে মুম্বই সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে (Mamata Allegedly Insult National Anthem) ৷ এক বিজেপি নেতা অভিযোগ দায়ের করেন ৷ সেই সংক্রান্ত মামলায় আদালত আজ এই নির্দেশ দিয়েছে (Mumbai Court Order Against Mamata) ৷

mumbai court directs bengal cm mamata to appear before them in a case of insulting national anthem
Mumbai Court Order Against Mamata : জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি আদালতের

By

Published : Feb 2, 2022, 5:02 PM IST

মুম্বই, 2 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন জারি করল মুম্বইয়ের একটি আদালত ৷ জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে সমন জারি হয়েছে (Mamata Allegedly Insult National Anthem) ৷ আগামী 2 মার্চ তাঁকে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (mumbai court directs bengal cm mamata to appear before them in a case of insulting national anthem) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল গত ডিসেম্বরে ৷ সেই সময় তিনি মুম্বই গিয়েছিলেন ৷ সেখানে মুম্বইয়ের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন ৷ ওই বৈঠকেই তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে ৷

অভিযোগ, মমতা বসে জাতীয় সঙ্গীত শুরু করেন ৷ তার পর উঠে দাঁড়ান ৷ শেষে জাতীয় সঙ্গীত মাঝপথেই থামিয়ে দেন ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷

এর পর মুম্বইয়ের একটি বিজেপি নেতা মমতা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ সেই সংক্রান্ত মামলায় বুধবার ওই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের ওই আদালত ৷

আরও পড়ুন :Police Complaint against Mamata Banerjee : চেয়ারে বসে জাতীয় সঙ্গীত ! মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার

ABOUT THE AUTHOR

...view details