মুম্বই, 30 অক্টোবর: কয়েক দশক ধরে মায়ানগরীর ঐতিহ্য হিসেবে পরিচিত তাদের 'কালি-পিলি ট্যাক্সি ৷' কলকাতা মানেই যেমন হলুদ ট্যাক্সির বনেদিয়ানা, তেমন মুম্বইয়ের ছবি আঁকতে গেলে 'প্রিমিয়ার পদ্মিনী' বা কালো-হলুদ ট্যাক্সি ছাড়া সেই ছবি সম্পূর্ণ হবে না ৷ এই পাবলিক ট্রান্সপোর্ট সেখানে শুধু পরিবহণের মাধ্যম নয়, এটা শহরের একটা আবেগ ৷ তবে নতুন মডেল এবং অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবাগুলিকে জায়গা করে দিতে এ বার অবসর নিতে চলেছে মুম্বইকরদের আদরের 'কালি-পিলি'৷ তবে বিভিন্ন বলিউডি ফিল্মে ধরা রয়েছে মুম্বইয়ের এই ঐতিহ্য ৷ আজ কালি-পিলি ট্যাক্সির কর্মজীবনের শেষ দিনে তার প্রতি বিদায়ী সংবর্ধনা জানাতে নজর রাখব তার স্মৃতি বিজরিত কিছু ফিল্মের দিকে ৷
ট্যাক্সি ড্রাইভার: 1954 সালে সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়া জনপ্রিয় ফিল্ম 'ট্যাক্সি ড্রাইভার' ৷ চেতন আনন্দের পরিচালনায় এই ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন এসডি বর্মন ৷ এটি বলিউডের তারকা দেব আনন্দের একটি কাল্ট ফিল্ম ৷ তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন কল্পনা কার্তিক, শীলা রামানি, জনি ওয়াকার, ভগবান সিনহা । ছবির মূল প্রেক্ষাপটে বারবার ফিরে এসেছে কালি-পিলি ট্যাক্সি ৷
খুদ্দর: 1982 সালে রুপোলি পর্দায় মুক্তি পায় এই ছবি । 'খুদ্দর' পরিচালনা করেন রবি ট্যান্ডন । এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, পারভীন বাবি, বিনোদ মেহরা, প্রেম চোপড়া, মেহমুদ, বিন্দিয়া গোস্বামী এবং তনুজা । এই ফিল্মের মুখ্য ভূমিকায় থাকা অমিতাভ বচ্চন তাঁর ছোট ভাইয়ের চরিত্রে থাকা বিনোদ মেহরার জন্য দিনরাত ট্যাক্সি চালাতেন ৷ এই ছবিতে কালো এবং হলুদ ট্যাক্সি বিগ বি-র পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ।
ট্যাক্সি নং 9211: মিলান লুথরিয়া পরিচালিত এবং রমেশ সিপ্পি প্রযোজিত এই ছবিটি 2006 সালে মুক্তি পায় । এই ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর এবং জন আব্রাহাম । ছবিটি 2002 সালের আমেরিকান ছবি 'চেঞ্জিং লেন্স'-এর রিমেক । ছবিতে রাঘব শাস্ত্রী (নানা পাটেকর) দ্বৈত জীবন যাপন করেন । তিনি আসলে একজন ট্যাক্সিচালক । কিন্তু তিনি তাঁর স্ত্রীকে বলেন যে তিনি একজন বিমা বিক্রয়কর্মী । এটি একটি মজার ছবি ৷ রাঘবের ট্যাক্সির নম্বর ছিল 9211 ৷