মুম্বই, 10 নভেম্বর: দ্রুত গতিতে ছুটে আসা ইনোভা গাড়ির সঙ্গে অন্য পাঁচটি গাড়ির সংঘর্ষ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 2 জন মহিলা-সহ 3 জনের ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 10-12 জন ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্ক টোল প্লাজায় ৷
মুম্বই পুলিশ জানিয়েছে, রাত 10টা নাগাদ একটি ইনোভা গাড়ি ওয়ারলি থেকে বান্দ্রার দিকে দ্রুতগতিতে ছুটে আসছিল ৷ এরপর সেটি টোল প্লাজার কাছে দাঁড়ানো একটি গাড়িকে ধাক্কা মারে ৷ ধাক্কা মারার পরই ইনোভা চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেন। গাড়ির গতি বেশি থাকার কারণে বান্দ্রা সি লিংক টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারেন ইনোভা চালক ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের ৷ ঘাতক গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
জোনাল ডিসিপি কৃষ্ণকান্ত উপাধ্যায় জানান, টয়েটো ইনোভা গাড়িটি প্রথমে 100 মিটার দূরত্বে থাকা একটি মার্সেডিজ বেঞ্জ গাড়িকে ধাক্কা মারে ৷ এরপর ইনোভা গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন ৷ সেই সময়ে আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারেন ৷ পর-পর গাড়ি সংঘর্ষে 3 জন প্রাণ হারিয়েছেন ৷ 10-12 জন গুরুতর আহত হয়েছেন ৷ আহতদের সকলকেই বান্দ্রার ভাবা হাসপাতাল ভর্তি করানো হয়েছে ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে ৷
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় চালক-সহ সাতজন ইনোভাতে ছিলেন ৷ প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইনোভা গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ৷ প্রসঙ্গত, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক প্রায় ছ’কিলোমিটার দীর্ঘ। এটি পশ্চিম মুম্বইয়ের বান্দ্রাকে দক্ষিণ মুম্বইয়ের ওরলির সঙ্গে সংযুক্ত করে। বিগত কয়েক মাসে এই রাস্তায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ৷ সেই তালিকায় যুক্ত হল বৃহস্পতিবার রাতের ঘটনাও।