মুম্বই, 11 নভেম্বর: 19 নভেম্বর রাত থেকে 27 ঘণ্টা দক্ষিণ মুম্বইয়ের (Mumbai Train) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এবং মসজিদ বন্দর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল অবরুদ্ধ (ব্লক) থাকবে (Mumbai 27 Hour Train Block)৷ সেন্ট্রাল রেলওয়ে বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছে ৷ ব্রিটিশ আমলের কার্নাক সেতুটি (Carnac Bridge) ভেঙে ফেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)৷ এর ফলে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচলেও প্রভাব পড়বে (Carnac Road Over Bridge)।
সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার জানিয়েছেন, যদিও ওই রুট 27 ঘণ্টার জন্য ব্লক করা হচ্ছে, তবে সিএসএমটি এবং বাইকুল্লার মধ্যে মেইন লাইনে শহরতলির লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল 17 ঘণ্টা বন্ধ থাকবে ৷ ট্রেন বন্ধ থাকবে 19 নভেম্বর রাত 11 টা থেকে 20 নভেম্বর বিকেল 4টা পর্যন্ত ।
তিনি জানিয়েছেন, হারবার লাইনে সিএসএমটি এবং ওয়াডালা রোড স্টেশনের মধ্যে ট্রেন চলাচল 21 ঘণ্টা বন্ধ থাকবে — 19 নভেম্বর রাত 11 টা থেকে 20 নভেম্বর রাত 8 টা পর্যন্ত ৷ ইয়ার্ড লাইন পুরো 27 ঘণ্টা বন্ধ থাকবে । বিশেষ ব্লকটি 37 লক্ষেরও বেশি দৈনিক স্থানীয় ট্রেন যাত্রীদের পাশাপাশি বাইরের ট্রেনে ভ্রমণকারীদেরও প্রভাবিত করতে পারে । 1,800 টিরও বেশি লোকাল ট্রেন সেন্ট্রাল রেলওয়ের মুম্বই শহরতলির নেটওয়ার্কে চলাচল করে যার মধ্যে রয়েছে `হারবার' এবং `মেইন' লাইন ৷