পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Noida Twin Towers নয়ডার বেআইনি টুইন টাওয়ার ধ্বংসের পিছনে ছিল একাধিক প্রস্তুতি

নয়ডার বেআইনি সুপারটেক টুইন টাওয়ার (Noida Twin Towers) ধ্বংসের পিছনে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে প্রশাসনকে (Multiple Preparations for Illegal Twin Towers Demolition) ৷ ওই এলাকার জনবসতি, পরিবেশ সহ একাধিক বিষয়ে সুরক্ষা ব্যবস্থা করতে হয়েছে ৷ ক্ষয়ক্ষতি পূরণের জন্য 100 কোটি টাকার বীমা করা হয়েছিল ৷

Multiple Preparations for Illegal Twin Towers Demolition in Noida
Multiple Preparations for Illegal Twin Towers Demolition in Noida

By

Published : Aug 29, 2022, 12:28 PM IST

নয়ডা, 29 অগস্ট: রবিবার বেলা আড়াইটের সময় ধুলিসাৎ হয়ে গিয়েছে নয়ডার বেআইনি টুইন টাওয়ার ‘অ্যাপেক্স’ ও ‘সিয়ান’ (Multiple Preparations for Illegal Twin Towers Demolition) ৷ দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ে জয়ের পর রবিরার মাত্র কয়েক সেকেন্ডের ডিনামাইট বিস্ফোরণে ভেঙে দেওয়া হয় ওই সুপারটেক টুইন টাওয়ার ৷ তবে, ওই টুইন টাওয়ার ভাঙা এত সহজ ছিল না ৷ এর পিছনে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে প্রশাসনকে ৷

103 মিটার ও 97 মিটার উচ্চতার টাওয়ার দু’টি ভাঙার ক্ষেত্রে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে ৷ মূলত, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করা মামলা নিয়ে গত 10 বছরের আইনি লড়াই চলেছে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ৷ তার পর গতকাল ওই বেআইনি টুইন টাওয়ার ভেঙে ফেলা হয় ৷ যার দায়িত্বে ছিল মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং (Edifice Engineering) নামে একটি সংস্থা ৷ দক্ষিণ আফ্রিকার একটি সংস্থার সাহায্য নিয়ে পুরো বিষয়টিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে ৷ এই পুরো প্রক্রিয়াটির জন্য 7 সদস্যের একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছিল এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের তরফে ৷

আরও পড়ুন:মুহূর্তে স্মৃতি, মাত্র 9 সেকেন্ডেই গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

শুধু তাই নয়, বেআইনি এই টুইন টাওয়ার (Noida Twin Towers) ধ্বংসের ফলে স্থানীয় বসতি এবং অন্যান্য সম্পত্তির সমূহ ক্ষতির সম্ভাবনা ছিল ৷ যার জন্যও প্রশাসনকে প্রস্তুত থাকতে হয়েছিল ৷ তার জন্য ওই টুইন টাওয়ারের আশেপাশের প্রায় সব বহুতল এবং বাড়িঘর ফাঁকা করে দেওয়া হয়েছিল ৷ আশেপাশের বহুতলগুলিকে ঢেকে দেওয়া হয়েছিল ৷ রবিবার সকাল সাড়ে সাতটার মধ্যে ওই টুইন টাওয়ারের পাশের দু’টি আবাসনের প্রায় 5 হাজার বাসিন্দাকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পাশাপাশি, জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছিল ৷ স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালকে আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল প্রশাসনের তরফে ৷ হাসপাতালের রাস্তা গ্রিন করিডর করে রাখা হয়েছিল ৷

আরও পড়ুন:ধুলোয় মিশেছে নয়ডার টুইন টাওয়ার, নেপথ্যে রয়েছে হার না মানা কিছু প্রবীণের আইনি লড়াই

টুইন টাওয়ার ধ্বংসের জন্য 100 কোটি টাকার বীমা করা হয়েছিল ৷ আশেপাশের সম্পত্তি নষ্ট হলে, তার ক্ষতিপূরণের জন্য এই বিমা করা হয়েছিল ৷ তবে, শুধু মানুষ বা সম্পত্তির সুরক্ষা নয় ৷ ওই বেআইনি টাওয়ার দু’টির আশেপাশের পথ কুকুরদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এর জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই এলাকার সারমেয়দের রাখার জন্য অস্থায়ী ব্যবস্থাও করা হয় ৷ প্রায় 40টি সারমেয়কে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details