লখনউ, 16 জানুয়ারি:উত্তরপ্রদেশে দলবদলের (UP assembly election 2022) খেলায় এবার বড় দাঁও মারতে চলেছে বিজেপি ৷ গত কয়েকদিনে তাঁদের শীর্ষ নেতাদের অনেকে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন ৷ এবার পাল্টা দিয়ে সপা-র মার্গদর্শক মুলায়ম সিং যাদবের ঘরে হানা দিচ্ছে গেরুয়া শিবির (Mulayam Singh's daughter-in-law Aparna Yadav may join BJP) ৷ বিশ্বস্ত সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে চলেছেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব ৷ মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা (Aparna, wife of Mulayam Singh’s younger son Prateek Yadav)৷
সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, কিছুদিন ধরেই গেরুয়া শিবিরের সঙ্গে কথাবার্তা চলছিল অপর্ণা যাদবের ৷ এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সমঝোতায় পৌঁছেছে দু পক্ষই ৷ শিগগিরই মুলায়ম সিং যাদবের ছোটি বহু বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে ৷
2017 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে লড়েছিলেন অপর্ণা ৷ তবে বিজেপির রীতা বহুগুণা যোশির কাছে 33,796 ভোটে হেরে গিয়েছিলেন তিনি ৷ নরেন্দ্র মোদির দল তাঁকে আসন্ন নির্বাচনে টিকিট দেবেন, এই আশাতেই অপর্ণা দলবদল করছেন বলে অনেকে মনে করছেন ৷ তবে তাঁকে অন্য কোনও আসন থেকে দাঁড় করানো হতে পারে ৷