পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mulayam Singh Yadav: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই সমাজাবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) স্বাস্থ্যের অবনতি হয় ৷ রবিবার সন্ধ্য়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit) আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করেন গুরুগ্রামের (Gurgaon) মেদান্ত হাসপাতালের (Medanta Hospital) চিকিৎসকরা ৷

Mulayam Singh Yadav shifted to ICU after his health was deteriorating
Mulayam Singh Yadav: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল

By

Published : Oct 3, 2022, 10:56 AM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর:অসুস্থ সমাজাবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ রবিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ যার জেরে উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit) বা আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করতে হয় ৷ আপাতত গুরুগ্রামের (Gurgaon) মেদান্ত হাসপাতালে (Medanta Hospital) ভর্তি রয়েছেন তিনি ৷

রবিবার বিকেলেই মুলায়মকে দেখতে হাসপাতালে পৌঁছে যান তাঁর ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও পুত্রবধূ ডিম্পল যাদব (Dimple Yadav) ৷ সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র যাদব-সহ পরিবারের অন্য সদস্যরাও ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অখিলেশ সেখান থেকে বের হন রাত 8টা (আটটা) 51 মিনিটে ৷ ততক্ষণে হাসপাতালের বাইরে সপা (SP) নেতা ও কর্মীদের ভিড় জমে গিয়েছে ৷ অখিলেশ তাঁদের আশ্বস্ত করে জানান, মুলায়ম ভালো আছেন ৷ তাঁরা যেন ওঁর জন্য দুশ্চিন্তা না করেন ৷ এরপর ধর্মেন্দ্র যাদব হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, "নেতাজি (মুলায়ম সিং যাদব) ভালো আছেন ৷ ওঁরা অবস্থা স্থিতিশীল ৷"

আরও পড়ুন:দেবীপক্ষে বেকারত্ব ও উপার্জনের বৈষম্যকে অসুরের সঙ্গে তুলনা আরএসএস নেতার

এছাড়া, সপা-এর তরফে টুইট করেও মুলায়মের স্থিতিশীলতার কথা জানানো হয় ৷ সংশ্লিষ্ট টুইটে লেখা হয়, "আমাদের শ্রদ্ধেয় নেতাকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ৷ ওঁর অবস্থা স্থিতিশীল ৷ আপনাদের সকলকে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে কেউ হাসপাতালে ভিড় করবেন না ৷ নির্দিষ্ট সময় পর পর ওঁর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের তথ্য সরবরাহ করা হবে ৷" পরবর্তীতে সপা-এর মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, "সোমবার মুলায়মের স্বাস্থ্যপরীক্ষা করার পরই এই বিষয়ে চিকিৎসকরা আরও তথ্য দিতে পারবেন ৷"

দলের তরফে এক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 82 বছরের মুলায়মকে অগস্ট মাসের শেষ সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় ৷ গত কয়েক সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছে ৷ এমনকী, মাস কয়েক আগেও একবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ এসবের মধ্যেই রবিবার সন্ধ্য়ায় হঠাৎ মুলায়মের স্বাস্থ্যের অবনতি হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷

এই ঘটনা জানার পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ নিজের উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেন ৷ তিনি লেখেন, "সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি হয়েছে ৷ ঈশ্বরের কাছে আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷"

টুইটে মুলায়মের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ তিনি লেখেন, "মুলায়ম সিং যাদবজির স্বাস্থ্য়ের অবনতির খবর শুনে আমরা সবাই চিন্তিত ৷ আমরা সকলে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details