লখনউ, 10 অক্টোবর: প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav Passed Away ) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷ দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । অবশেষে মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হলেন ৷
বয়স জনিত কারণে গত 2 বছর ধরেই মুলায়ম সিং যাদব অসুস্থ ছিলেন ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর ৷ গত 22 অগস্ট থেকে তিনি হাসপাতালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি ৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ গতকাল রাত থেকে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা আরও অবনতি হয় ৷ চিকিৎসকরা শেষবারের মতো চেষ্টা করলেও, আজ সকাল 8টা 16 মিনিটে সব লড়াই শেষ করে পরোলোক গমন করেন তিনি ৷
প্রসঙ্গত, গত জুলাই মাসে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সাধনা গুপ্তা মারা গিয়েছেন ৷ ফুসফুসে সংক্রমণের কারণে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের সময় তাঁর বড় ছেলে তথা সমাজবাদী পার্টির (Samajwadi party) সুপ্রিমো অখিলেশ যাদব-সহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন ৷ সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বরাও এ দিন মেদান্ত হাসপাতালে পৌঁছেছেন ৷