লখনউ, 11 অক্টোবর:10 অক্টোবর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ রাজনীতির ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) ৷ বলা হচ্ছে, এক বিশাল বড় রাজনৈতির উত্তরাধিকার ছেড়ে যাওয়া মুলায়ম সিং যাদবের কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে (Mulayam Singh Yadav Asset) ৷ যদিও, সমাজবাদী পরিবারের সঙ্গে যুক্ত নেতারা বলছেন যে, সেই বিপুল পরিমাণ সম্পত্তি আগেই মুলায়ম সিং যাদব তাঁর দুই ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং প্রতীক যাদবের (Prateek Yadav) মধ্যে ভাগ করে দিয়েছিলেন ৷
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির (Samajwadi Party) উত্তরাধিকার হিসাবে অখিলেশ যাদব এগিয়ে এসেছেন ৷ তিনি বর্তমানে সপা সুুপ্রিমো ৷ আর তাঁকেই 2012 সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী করেছিলেন সমাজবাদী পার্টির তৎকালীন প্রধান মুলায়ম সিং যাদব ৷ যেখানে প্রতীক যাদব পুরোপুরিভাবে পারিবারিক ব্যবসা সামলানোর কাজ করেন ৷ তাঁকে এই দায়িত্ব মুলায়ম সিং যাদবই দিয়েছিলেন ৷ এমনকি প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব সমাজবাদী পার্টিতে সক্রিয় রাজনীতি করতেন ৷ তবে, 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় তিনি পারিবারিক রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ বলা হয়, অখিলেশের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই নাকি, তিনি সপা ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ৷