নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রবীণ আইনজীবী মুকুল রোহাতগি (Mukul Rohatgi) ৷ সরকারি একটি সূত্রের দাবি ছিল, ফের একবার ভারতের অ্যাটর্নি জেনারেল (Attorney General of India) বা এজি (AG) পদে বসতে চলেছেন তিনি ৷ কিন্তু, রবিবারই মুকুল স্পষ্ট করে দেন, এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের (Centre) প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি ৷ সর্বভারতীয় একটি সংবাদসংস্থার প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুকুল ৷ তবে, কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, সেই সম্পর্কে একটিও বাক্য খরচ করেননি প্রবীণ এই আইনজীবী ৷
প্রসঙ্গত, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলাচ্ছেন কে কে বেণুগোপাল (K K Venugopal) ৷ তাঁর বয়স 91 বছর ৷ আগামী 30 সেপ্টেম্বর এজি পদে বেণুগোপালের মেয়াদ শেষ হচ্ছে ৷ এই অবস্থায় মুকুলকেই সেই পদে ফেরাতে চেয়েছিল মোদি সরকার ৷ উল্লেখ্য, এর আগে 2014 থেকে 2017 সাল পর্যন্ত ভারতের অ্যাটর্নি জেনারেল ছিলেন মুকুল ৷ তাঁর থেকেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন কে কে বেণুগোপাল ৷ তাঁকে এজি পদে বসানো হয়েছিল 2017 সালের জুলাই মাসে ৷
আরও পড়ুন:আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহাতগি
তিন বছরের জন্য অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছিল বেণুগোপালকে ৷ সেই হিসাবে, 2017 সালের জুলাই মাস থেকে 2020 সালের জুন মাস পর্যন্ত কাজ করার কথা ছিল বেণুগোপালের ৷ কিন্তু, 2020 সালে এক বছরের জন্য তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয় ৷ পরবর্তীতে 2021 সালেও একই ঘটনা ঘটে ৷ সূত্রের দাবি, বেণুগোপালের অনুরোধেই সরকার পক্ষ এই পদক্ষেপ করে ৷ কিন্তু, এরপর চলতি বছরের জুন মাসে আইনমন্ত্রকের কাছে বেণুগোপাল অন্য আবেদন করেন ৷ তিনি বলেন, বয়সের ভারে তাঁর পক্ষে আর এই দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না ৷ তাই এবার তাঁর কার্যকালের মেয়াদ যেন তিনমাসের বেশি না-বাড়ানো হয় ৷ প্রবীণ আইনজীবীর অনুরোধ মেনে নেয় কেন্দ্র ৷ তাঁর ইচ্ছা অনুসারে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এজি পদে কে কে বেণুগোপালের মেয়াদ বাড়ানো হয় ৷
ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই প্রেক্ষাপটে মুকুল রোহাতগির সিদ্ধান্ত মোদি সরকারের কাছে বড় ধাক্কা ৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল, চলতি বছরের 1 অক্টোবর থেকে সরকারের শীর্ষ আইনি আধিকারিকের পদে বসবেন মুকুল ৷ কিন্তু, পরবর্তীতে মুকুল নিজেই সেই সম্ভাবনা খারিজ করে দেন ৷