নয়াদিল্লি, 7 জুন : নরেন্দ্র মোদির মন্ত্রিসভা (Narendra Modi Cabinet) থেকে ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi) ৷ বুধবার তিনি পদত্যাগ করেছেন ৷ শুধু তিনি নন, মোদি মন্ত্রিসভার আরও এক সদস্য এদিন পদত্যাগ করেছেন ৷ তিনি জেডিইউ-এর আরসিপি সিং (JDU Leader RCP Singh) ৷
বিজেপির মুখতার আব্বাস নকভি ছিলেন কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ৷ আরসিপি সিং ইস্পাত মন্ত্রকের দায়িত্বে ছিলেন ৷ এই দু’জনই ছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ ৷ আগামিকাল সংসদের উচ্চকক্ষে তাঁদের সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছে ৷ সেই কারণেই তাঁরা পদত্যাগ করেছেন বলে খবর ৷
সংসদের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই প্রথম এমন ঘটনা ঘটল ৷ এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য সংসদের দুই কক্ষের সাংসদ পদ হারালেন ৷
যদিও তাঁরা আরও ছ‘মাস মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন ৷ কিন্তু মন্ত্রিত্ব ধরে রাখতে এই ছ’মাসের মধ্যে তাঁদের ভোটে জিতে লোকসভা (Lok Sabha) ও অথবা রাজ্যসভার সদস্য হতে হত ৷ রাজনৈতিক মহলের মতে, সেটা সম্ভব নয় বলেই দু’জন ইস্তফা দিলেন ৷