গান্ধিনগর, 10 জানুয়ারি: 2047 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পৌঁছে যাবে 35 ট্রিলিয়ন মার্কিন ডলারে ৷ এমনটাই মনে করেন শিল্পপতি মুকেশ আম্বানি ৷ এই নিয়ে তাঁর আরও দাবি, পৃথিবীর কোনও শক্তিই এই বিষয়টিকে আটকাতে পারবে না ৷ বুধবার গুজরাতে ভাইব্রেন্ট গুজরাত সামিটে বক্তৃতা করেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
এ দিন মুকেশ আম্বানি বলেন, "পৃথিবীর কোনও শক্তিই ভারতকে 2047 সালের মধ্যে 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে আটকাতে পারবে না । এবং আমি দেখতে পাচ্ছি যে গুজরাত একাই তখন তিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷" তাছাড়া তিনি জানিয়েছেন যে তাঁর কোম্পানি রিলায়েন্স হাজিরাতে ভারতের প্রথম ও বিশ্বমানের কার্বন ফাইবার সংস্থা স্থাপন করবে ।
তিনি আরও জানান যে রিলায়েন্স একটি গুজরাতি সংস্থা ছিল, আছে এবং থাকবে । তিনি বলেন, "বিগত মাত্র 10 বছরে ভারত জুড়ে বিশ্বমানের সম্পদ ও ক্ষমতা তৈরিতে রিলায়েন্স 150 বিলিয়ন মার্কিন ডলারের (12 লাখ কোটি) বেশি বিনিয়োগ করেছে । এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বিনিয়োগ করা হয়েছে শুধুমাত্র গুজরাতেই ৷" মুকেশ আম্বানির মতে, রিলায়েন্স গুজরাতকে গ্রিন গ্রোথের বিশ্বে নেতৃত্ব দিতে অবদান রাখবে । তাঁরা 2030 সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য মাধ্যমে গুজরাতের অর্ধেক বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবেন ।