পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mukesh Ambani: আদানিকে পিছনে ফেলে ফের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি - Mukesh Ambani

আদানিকে পিছনে ফেলে ফের ফোর্বসের সেরা ধনী 100 ভারতীয়র তালিকায় শীর্ষস্থান দখল করলেন মুকেশ আম্বানি ৷ দ্বিতীয় স্থানে নেমে এলেন গৌতম ৷ 82 মিলিয়ন মার্কিন ডলার থেকে সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে 68 মিলিয়ন মার্কিন ডলারে ৷

Mukesh Ambani
আদানিকে সেরা ধনীর তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর:2023 সালে ফোর্বসের সেরা 100 ধনীর তালিকায় জায়গা করে ভারতীয়দের মধ্য়ে শীর্ষস্থান দখল করলেন মুকেশ আম্বানি ৷ এর আগেও শীর্ষস্থান দখল করেছিলেন তিনি ৷ এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ 92 মিলিয়ন মার্কিন ডলার ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় বিজনেস টাইকুন গৌতম আদানি ৷ গতবছর আদানিই দখল করেছিলেন শীর্ষস্থান ৷ কিন্তু এ ছর পরপর বেশকিছু রিপোর্ট সামনে আসার পর থেকে তাঁর শেয়ার পতন শুরু হয় ৷ যার জেরে দ্বিতীয় স্থানে নেমে এলেন তিনি ৷

পরিবার মিলিয়ে আদানির বর্তমান সম্পত্তির পরিমান এখন দাঁড়িয়েছে 68 মিলিয়ন মার্কিন ডলার ৷ হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার আগে আদানির সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 82 মিলিয়ন মার্কিন ডলার ৷ ভারতের সেরা 100 জন ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমান 799 বিলিয়ন মার্কিন ডলার ৷ ঠিক এমনটাই জানিয়েছে ফোর্বস ৷

বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন সফটওয়ার টাইকুন শিব নাদার ৷ তিনিও ফের একবার ফিরে পেলেন এই তৃতীয় স্থান ৷ এইচসিএল-এর শেয়ারে প্রায় 42 শতাংশ বৃদ্ধির জেরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 29.3 মিলিয়ন মার্কিন ডলারে ৷ চতুর্থ স্থানে রয়েছেন ওপি জিন্দাল গ্রুপের মালিক সাবিত্রী জিন্দাল ৷ তাঁর মোট সম্পত্তির পরিমান 24 মিলিয়ন মার্কিন ডলার ৷

আরও পড়ুন:225 মাসে 250 কেলেঙ্কারি রয়েছে শিবরাজ সরকারের! অভিযোগ প্রিয়াঙ্কার

অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছেন রাধাকৃষ্ণন দামানি ৷ অ্যাভিনিউ সুপারমার্টের মালিকের সম্পত্তির পরিমাণ 23 মিলিয়ন মার্কিন ডলার ৷ ষষ্ঠ স্থানে আছেন সাইরাস পুনাওয়ালা ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 20.7 মিলিয়ন মার্কিন ডলার ৷ তালিকায় রয়েছেন চিকিৎসক শামশীর ভায়ালি ৷ বর্তমানে অবশ্য় তিনি অবশ্য একজন উদ্যোগপতি ৷ তিনি রয়েছেন 57তম স্থানে ৷ ভারতের সবচেয়ে ধনী এই চিকিৎসকের সম্পত্তির পরিমাণ 3.7 মিলিয়ন মার্কিন ডলার ৷ এছাড়া তালিকার সেরা দশে রয়েছে হিন্দুজা পরিবার, দীলিপ সাংভি, কুমার বিরলা এবং শাপুর মিস্ত্রি ও তাঁর পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details