পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mukesh Ambani on 5G Launch: 23-এর ডিসেম্বরের মধ্যেই সারা দেশে মিলবে জিও-র 5জি পরিষেবা, জানালেন মুকেশ আম্বানি - ষষ্ঠ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস

ভারতে 5জি টেলিকম পরিষেবার সূচনা হল (5g network launch in india) ৷ শনিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) জানালেন, 2023 শেষের আগেই সারাদেশে জিও 5জি পরিষেবা চালু করে দেবে ৷

mukesh-ambani-promises-5g-across-india-by-dec-2023
Mukesh Ambani on 5G Launch: 23-এর ডিসেম্বরের মধ্যেই সারা দেশে মিলবে জিও-র 5জি পরিষেবা, জানালেন মুকেশ আম্বানি

By

Published : Oct 1, 2022, 3:02 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর : প্রযুক্তির জগতে নতুন দিগন্তের সূচনা হল শনিবার ৷ চালু হল 5জি পরিষেবা (5g network launch in india) ৷ আর সেই সূচনা পর্বে উপস্থিত হয়ে শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) জানালেন, তাঁর টেলিকম সংস্থা জিও 2023 সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে এই পরিষেবা চালু করে দেবে ৷

এদিন দিল্লির প্রগতি ময়দানে শুরু হয় ষষ্ঠ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (6th Indian Mobile Congress) ৷ ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার পর প্রদর্শনী ঘুরে দেখেন তিনি ৷ তাঁর সঙ্গে বরাবর ছিলেন রিয়ালেন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ পরে 5জি পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী ৷

প্রধানমন্ত্রী জানান, এই পরিষেবা ভারতকে প্রযুক্তির নতুন যুগের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল ৷ এতে খরচও কমবে অনেকটা ৷ 10 টাকাতেই এক জিবি ডেটা পাওয়া যাবে ৷ 125 থেকে 150 টাকায় একমাসে 14 জিবি ডেটা পাওয়া যাবে ৷

ওই অনুষ্ঠানে মুকেশ আম্বানি ঘোষণা করেন, জিও 2023 সালের ডিসেম্বরের মধ্যে সারা দেশে এই পরিষেবা চালু করে দেবে ৷ এছাড়া চলতি মাসে জিও 5জি পরিষেবা শুরু করে দেওয়ার কাজ দ্রুতগতিতে চলছে ৷ জিও-র পরিষেবা সকলের জন্যই উপযোগী হবে ৷

আরও পড়ুন :10 টাকাতেই মিলবে 1 জিবি ডেটা, 5জি-র উদ্বোধনের পর বললেন মোদি

ABOUT THE AUTHOR

...view details