পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Isha Ambani জেনারেশন নেক্সট, এবার থেকে মুকেশের সংস্থার খুচরো ব্যবসা সামলাবেন মেয়ে ইশা

রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) খুচরো ব্যবসার (Retail Business) দায়িত্ব নিলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) ৷ সোমবার ইশাকে নতুন নেতা হিসাবে পরিচয় করিয়ে দেন মুকেশ ৷

Mukesh Ambani Introduces Daughter Isha Ambani As the New Leader Of Reliance Retail Business
Isha Ambani এবার থেকে মুকেশের সংস্থার খুচরো ব্যবসা সামলাবেন মেয়ে ইশা

By

Published : Aug 29, 2022, 6:37 PM IST

মুম্বই, 29 অগস্ট: রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Group) খুচরো ব্যবসার (Retail Business) নেতৃত্ব মেয়ে ইশার (Isha Ambani) কাঁধে তুলে দিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) ৷ এদিন ইশা আম্বানিকে বাকিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন তিনি ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভাবনা-চিন্তা করেই এই পদক্ষেপ করেছেন মুকেশ ৷ আসলে পারিবারিক ব্যবসার রাশ ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাইছেন এই শিল্পপতি ৷ তাঁর তিন সন্তান ৷ একমাত্র মেয়ে ইশা ছাড়াও মুকেশের আরও দুই ছেলে রয়েছেন ৷ তাঁদের সকলকেই ধাপে ধাপে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি ৷

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে রিলায়েন্স গোষ্ঠীর আরও একটি সংস্থা রিলায়েন্স জিও ইনফোকমের (Reliance Jio Infocomm) চেয়ারম্য়ান পদে ছেলে আকাশ আম্বানিকে (Akash Ambani) নিযুক্ত করেন মুকেশ ৷ আর এবার মেয়ে ইশাকে দিলেন খুচরো ব্যবসা সামলানোর দায়িত্ব ৷

আরও পড়ুন:দীপাবলির আগেই আসছে জিওর 5জি পরিষেবা, ঘোষণা মুকেশের

এদিন রিলায়েন্স গোষ্ঠীর 45তম বার্ষিক সম্মেলনের প্রথমেই ইশাকে 'নতুন নেতা' হিসাবে পরিচয় করিয়ে দেন মুকেশ ৷ তারপর ইশা একটি বাণিজ্যিক উপস্থাপনা করেন ৷ তাতে আগামী দিনে অনলাইন খুচরো ব্যবসার সম্ভাবনাগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় ৷ রোজের জীবনে আমজনতা চাল, ডাল, তেল, নুন-সহ যে সমস্ত পণ্য ব্যবহার করেন, সেই পণ্যগুলির অনলাইন বিক্রিতেই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন ইশা ৷ তিনি জানিয়েছেন, আগামী দিনে তাঁরা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করবেন, যার মাধ্যমে অতি দ্রুত ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে যাবে ৷

ইশা জানিয়েছেন, এই ব্যবসা বাড়াতে হলে কেবলমাত্র ক্রেতাদের প্রয়োজন বা চাহিদার কথা ভাবলেই হবে না ৷ সেইসঙ্গে, পণ্য়ের দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে হবে ৷ একইসঙ্গে, ভারতীয় শিল্পী ও কারিগরদের তৈরি নানা জিনিস যাতে আরও বেশি করে বাজারজাত করা যায়, সেই চেষ্টাও করবে রিলায়েন্স গোষ্ঠী ৷ এই উদ্দেশ্য পূরণ করতে অনলাইন পরিকাঠামোকেই হাতিয়ার করা হবে ৷ এই প্রসঙ্গে ইশা বলেন, "ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ৷ আমরা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, খুব দ্রুত ভারতীয় আদিবাসী এবং প্রান্তিক মানুষের তৈরি পণ্য সর্বত্র বিক্রির ব্যবস্থা করা হবে ৷ সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যগুলিকে ৷"

ABOUT THE AUTHOR

...view details