পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mughal Gardens Renamed Amrit Udyan: নামবদল ! রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন্স এবার হবে অমৃত উদ্যান - রাষ্ট্রপতি ভবন

আবারও নাম বদলের পালা ৷ রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যশালী মুঘল গার্ডেন্সের নতুন পরিচয় হতে চলেছে অমৃত উদ্যান (Mughal Gardens will now be known as Amrit Udyan) ৷

Mughal Gardens of Rashtrapati Bhavan will now be known as Amrit Udyan
ফাইল ছবি

By

Published : Jan 28, 2023, 7:34 PM IST

নয়াদিল্লি, 28 জানুয়ারি: ফের নামবদল ! এবার তালিকায় জুড়ছে রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) প্রসিদ্ধ মুঘল গার্ডেন্স ! তার নতুন নামকরণ করা হচ্ছে অমৃত উদ্যান (Mughal Gardens will now be known as Amrit Udyan) ! শনিবার বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷ একইসঙ্গে, ওই বিবৃতিতে বলা হয়েছে, আগামী 31 জানুয়ারি এই উদ্যান আমজনতার জন্য খুলে দেওয়া হবে ৷ তা খোলা থাকবে চলতি বছরের 26 মার্চ পর্যন্ত ৷ এদিকে, রবিবার রাষ্ট্রপতি ভবনে উদ্যান উৎসব 2023 পালন করা হবে ৷ তাতে যোগ দেবেন রাষ্ট্রপতি স্বয়ং ৷

শনিবারের সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, "স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে ৷ সেই উৎসবের অধীনেই রাষ্ট্রপতি ভবনের বাগানের নতুন নামকরণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বাগানের নতুন নাম হবে অমৃত উদ্যান ৷" শনিবারের প্রকাশ করা বিবৃতিতে একথা বলেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব নবিকা গুপ্তা ৷ উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় সরকার দিল্লির ঐতিহাসিক রাজপথের নাম বদলে দিয়েছিল ৷ এখন ওই সড়ক 'কর্তব্য পথ' নামে পরিচিত ৷ সেবার কেন্দ্রের দাবি ছিল, 'রাজপথ' নামটির সঙ্গে ঔপনিবেশিক মানসিকতা জড়িয়ে রয়েছে ৷ সেই কারণেই এই বদল ৷

আরও পড়ুন:রাজ থেকে কর্তব্য, ব্রিটিশ ঔপনিবেশিক রাস্তায় মোদির নতুন পথ

এদিনের বিবৃতিতে আরও বলা হয়, "রাষ্ট্রপতি ভবনের উদ্যানে উদ্ভিদের অসংখ্য প্রজাতি রয়েছে ৷ পূর্ব দিকের লন, মাঝের লন, লম্বা বাগান এবং গোলাকার বাগানে সেগুলি রয়েছে ৷ ড. এপিজে আবদুল কালাম এবং রামনাথ কোবিন্দ যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এই বাগানের বহর আরও বাড়ে ৷ ভেষজ-1, ভেষজ-2, স্পর্শকাতর উদ্যান, বনসাই উদ্য়ান এবং আরোগ্য বন সেই তালিকায় যুক্ত হয় ৷"

আগামী 31 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনের বাগান আমজনতার জন্য খুলে দেওয়া হলে তাঁরা টিউলিপের 12টি বিরল প্রজাতি দেখতে পাবেন ৷ আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই ফুলগুলি ফুটে যাবে ৷ এবছর ভেষজ উদ্য়ান, বনসাই বাগান, মাঝের লন, লম্বা এবং গোলাকার উদ্যান দু'মাসের জন্য খোলা থাকবে ৷ আগামী 31 জানয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত বাগানগুলিতে প্রবেশ করা যাবে ৷ ওই সময়ের মধ্য়ে বাগান বন্ধ থাকবে শুধুমাত্র প্রতি সোমবার ৷ এছাড়া, আগামী 8 (আট) মার্চ হোলি উপলক্ষেও বাগান বন্ধ রাখা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details