নয়াদিল্লি, 28 জানুয়ারি: ফের নামবদল ! এবার তালিকায় জুড়ছে রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) প্রসিদ্ধ মুঘল গার্ডেন্স ! তার নতুন নামকরণ করা হচ্ছে অমৃত উদ্যান (Mughal Gardens will now be known as Amrit Udyan) ! শনিবার বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷ একইসঙ্গে, ওই বিবৃতিতে বলা হয়েছে, আগামী 31 জানুয়ারি এই উদ্যান আমজনতার জন্য খুলে দেওয়া হবে ৷ তা খোলা থাকবে চলতি বছরের 26 মার্চ পর্যন্ত ৷ এদিকে, রবিবার রাষ্ট্রপতি ভবনে উদ্যান উৎসব 2023 পালন করা হবে ৷ তাতে যোগ দেবেন রাষ্ট্রপতি স্বয়ং ৷
শনিবারের সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, "স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে ৷ সেই উৎসবের অধীনেই রাষ্ট্রপতি ভবনের বাগানের নতুন নামকরণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ বাগানের নতুন নাম হবে অমৃত উদ্যান ৷" শনিবারের প্রকাশ করা বিবৃতিতে একথা বলেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব নবিকা গুপ্তা ৷ উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় সরকার দিল্লির ঐতিহাসিক রাজপথের নাম বদলে দিয়েছিল ৷ এখন ওই সড়ক 'কর্তব্য পথ' নামে পরিচিত ৷ সেবার কেন্দ্রের দাবি ছিল, 'রাজপথ' নামটির সঙ্গে ঔপনিবেশিক মানসিকতা জড়িয়ে রয়েছে ৷ সেই কারণেই এই বদল ৷