কানপুর, 11 জানুয়ারি:এক মাসের মধ্যে ফের আত্মহত্যা আইআইটি কানপুরে ৷ বুধবার রাতে কানপুর আইআইটিতে এক এমটেক ছাত্রের দেহ মেলে তারই ঘর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করেছে ৷ মৃতের সহপাঠীরা জানিয়েছেন, পড়াশোনার চাপেই ওই ছাত্র মানসিক অবসাদে ভুগছিলেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিকাশ মীনা ৷ তিনি কানপুর আইআইটিতে এমটেক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ৷ তাঁর বাড়ি মেরঠের লক্ষ্মী বিহার কারখেদায় ৷ কল্যাণপুর থানার ইনচার্জ ধনঞ্জয় পান্ডে জানান, বুধবার রাত 10টা নাগাদ আত্মহত্যা করেন বিকাশ । তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হয় ৷ এই আত্মহত্যা কানপুর আইআইটি ক্যাম্পাসের পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে । কলেজ কর্তৃপক্ষ বরাবরই কানপুর আইআইটিকে ছাত্রবান্ধব বলে দাবি করেছেন । ছাত্ররা এখানে মানসিক চাপমুক্ত থাকে বলেও বারংবার দাবি করা হয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও এক মাসের মধ্যে দু'জন সিনিয়র ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল কানপুর আইআইটি ক্যাম্পাসে । যার ফলে কর্তৃপক্ষের দিকে আঙুল উঠছে ৷