পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dhoni Launches Droni: এসে গেল মেড-ইন-ইন্ডিয়া ক্যামেরা ড্রোন, ধোনির হাতে উদ্বোধন ড্রোনির

মেড-ইন-ইন্ডিয়া ক্যামেরা ড্রোনের উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট স্টার মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni launches Made in India Drone)৷ চলতি বছরের শেষেই এই ড্রোন (Dhoni Launches Droni) বাজারে মিলবে বলে জানানো হয়েছে ৷

By

Published : Oct 10, 2022, 2:14 PM IST

MS Dhoni launches Made-in-India 'Droni' camera drone
এসে গেল মেড-ইন-ইন্ডিয়া ক্যামেরা ড্রোন, ধোনির হাতে উদ্বোধন দ্রোনির

চেন্নাই, 10 অক্টোবর: ভারতীয় ক্রিকেট স্টার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে আকাশে উড়ল মেড-ইন-ইন্ডিয়া ক্যামেরা ড্রোন (MS Dhoni launches Made in India Drone)৷ ধোনির নামের অনুকরণে এর নাম রাখা হয়েছে ড্রোনি ৷ গড়ুর এরোস্পেসে তৈরি হয়েছে এই উন্নত প্রযুক্তির ড্রোন (Dhoni Launches Droni)৷

চাষের জমিতে কীটনাশক ছড়ানো, সোলার প্যানেল পরিষ্কার করা, শিল্পাঞ্চলের পাইপলাইনের পরীক্ষা-নীরিক্ষা, ম্যাপিং, সমীক্ষা, জন-ঘোষণা ও ডেলিভারি পরিষেবা ক্ষেত্রে সমস্যা সমাধানে ড্রোন দিয়ে সাহায্য করেছে গড়ুর এরোস্পেস নামে সংস্থাটি ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ৷ 'ড্রোনি'র মাধ্যমে এ বার কনজিউমার ড্রোনের বাজারে যাত্রা শুরু করল এই কোম্পানি ৷

সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও অগ্নীশ্বর জয়প্রকাশ জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই বাজারে পাওয়া যাবে এই ড্রোন ৷ তিনি বলেছেন, "আমাদের ড্রোনি ড্রোনটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ৷ বিভিন্ন নজরদারির জন্য এই ড্রোনকে কাজে লাগানো যেতে পারে ৷ এটি উচ্চমানের এবং ড্রোনের ক্ষেত্রে আমরা শুধু আত্মনির্ভরই নই, বিশ্বের মানচিত্রেও উন্নত প্রযুক্তির হাব হিসেবে পরিচিত হবে দেশ ৷"

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় কাপযুদ্ধে রোহিতদের লাকি ম্যাসকট হতে চান মাহি, ফেরালেন 2011 বিশ্বকাপের হেয়ার স্টাইল

চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে ড্রোনির উদ্বোধন করেন ধোনি ৷ এ ছাড়াও এই অনুষ্ঠানে একটি নয়া কিষান ড্রোনেরও উদ্বোধন হয়েছে ৷ ব্যাটারিচালিত সেই ড্রোন দিনে 30 একর বিস্তৃত চাষের জমিতে কীটনাশক ছড়াতে সক্ষম ৷

এই অনুষ্ঠানে গিয়ে ধোনি মনে করিয়ে দেন যে, কোভিডের কারণে লকডাউনের সময় তিনি চাষবাসে মনোযোগী হয়েছিলেন ৷ কৃষিকাজে ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকারও উল্লেখ করেন তিনি ৷ ইন্ডিয়ান ড্রোন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন উইং কম্যান্ডার আনন্দ কুমার দাস বলেছেন, ড্রোন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে খুবই সহায়ক হবে এই প্ল্যাটফর্ম ৷

ABOUT THE AUTHOR

...view details