চেন্নাই, 10 অক্টোবর: ভারতীয় ক্রিকেট স্টার মহেন্দ্র সিং ধোনির হাত ধরে আকাশে উড়ল মেড-ইন-ইন্ডিয়া ক্যামেরা ড্রোন (MS Dhoni launches Made in India Drone)৷ ধোনির নামের অনুকরণে এর নাম রাখা হয়েছে ড্রোনি ৷ গড়ুর এরোস্পেসে তৈরি হয়েছে এই উন্নত প্রযুক্তির ড্রোন (Dhoni Launches Droni)৷
চাষের জমিতে কীটনাশক ছড়ানো, সোলার প্যানেল পরিষ্কার করা, শিল্পাঞ্চলের পাইপলাইনের পরীক্ষা-নীরিক্ষা, ম্যাপিং, সমীক্ষা, জন-ঘোষণা ও ডেলিভারি পরিষেবা ক্ষেত্রে সমস্যা সমাধানে ড্রোন দিয়ে সাহায্য করেছে গড়ুর এরোস্পেস নামে সংস্থাটি ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ৷ 'ড্রোনি'র মাধ্যমে এ বার কনজিউমার ড্রোনের বাজারে যাত্রা শুরু করল এই কোম্পানি ৷
সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও অগ্নীশ্বর জয়প্রকাশ জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই বাজারে পাওয়া যাবে এই ড্রোন ৷ তিনি বলেছেন, "আমাদের ড্রোনি ড্রোনটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ৷ বিভিন্ন নজরদারির জন্য এই ড্রোনকে কাজে লাগানো যেতে পারে ৷ এটি উচ্চমানের এবং ড্রোনের ক্ষেত্রে আমরা শুধু আত্মনির্ভরই নই, বিশ্বের মানচিত্রেও উন্নত প্রযুক্তির হাব হিসেবে পরিচিত হবে দেশ ৷"